অ্যাকশনধর্মী চলচ্চিত্রগুলোতে যে দেখা যায় প্রধান চরিত্রগুলো উঁচু ভবন থেকে লাফিয়ে নিচে চলন্ত ট্রাকের উপর পড়ছে, এক ভবন থেকে লাফিয়ে অন্য ভবনে পড়ছে, প্রচন্ড বেগে গাড়ি নিয়ে উল্টোদিকের রাস্তা ধরে বিপজ্জনকভাবে এগিয়ে চলছে, এ দৃশ্যগুলো কি অভিনেতারা নিজেরাই করে? অধিকাংশ সময়ই না। অভিনেতার মূল কাজ অভিনয়টা দর্শকের সামনে ফুটিয়ে তোলা। এর বাইরে অ্যাকশন দৃশ্যেগুলোর জন্য অভিনেতার মতো একই রকম দৈহিক গড়নের অন্য কোনো ব্যক্তিকে ব্যবহার করা হয়, যে এ ধরনের কাজে পারদর্শী। তাদেরকে বলা হয় স্টান্টম্যান, আর এ ধরনের দৃশ্যগুলোকে বলা হয় স্টান্ট দৃশ্য।
কিন্তু সব অভিনয়শিল্পী এতে সন্তুষ্ট হতে পারেন না। অনেকেই দৃশ্যগুলোকে বিশ্বাসযোগ্যভাবে দর্শকের কাছে ফুটিয়ে তোলার জন্য নিজের স্টান্ট দৃশ্যে নিজেই অভিনয় করতে পছন্দ করেন। চলুন জেনে নিই হলিউডের এরকম পাঁচজন অভিনয় শিল্পীর কথা, যারা তাদের অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোতে নিজেরাই অভিনয় করেছেন।
১) টম ক্রুজ
টম ক্রুজের বয়স ৫৮ বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু চির তরুণ এই অভিনেতা আমাদেরকে একের পর অ্যাকশন চলচ্চিত্র উপহার দিয়েই যাচ্ছেন। সবচেয়ে আশ্চার্যের বিষয় হচ্ছে, এ চলচ্চিত্রগুলোর অধিকাংশ বিপজ্জনক দৃশ্যে তিনি নিজেই অভিনয় করেন। বিপজ্জনক স্টান্টের ক্ষেত্রে তিনি নিজেকে হলিউডের অভিনেতাদের মধ্যে অন্যতম সেরা হিসেবে প্রমাণ করেছেন। যদিও মিশন ইম্পসিবল সিরিজের সাম্প্রতিক চলচ্চিত্রগুলোর স্টান্টের জন্যই তিনি বেশি আলোচিত হয়েছেন, কিন্তু তার এ অভ্যাস আসলে আরো আগে থেকেই।
টম ক্রুজের বিখ্যাত স্টান্ট দৃশ্যগুলোর মধ্যে আছে জ্যাক রিচার চলচ্চিত্রে গাড়িতে করে ধাওয়া-পাল্টা ধাওয়ার সবগুলো বিপজ্জনক দৃশ্য, নাইট অ্যান্ড ডে চলচ্চিত্রে মোটর সাইকেলে করে ধাওয়া-পাল্টা ধাওয়ার অধিকাংশ দৃশ্য, দ্য লাস্ট সামুরাই চলচ্চিত্রে তলোয়ার যুদ্ধের দৃশ্য প্রভৃতি। এছাড়া মিশন ইম্পসিবলের মাছের ট্যাংক বিস্ফোরিত হয়ে ১৬ টন পানির স্রোত ধেয়ে আসার দৃশ্য, মিশন ইম্পসিবল টু-তে পাহাড়ের গা বেয়ে ওঠা এবং ছুরির যুদ্ধ, মিশন ইম্পসিবল থ্রি-তে চলন্ত ট্রাকের নিচে শুয়ে থাকার দৃশ্যেও তিনি নিজেই অভিনয় করেছেন।
তবে টম ক্রুজ সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রটোকল এবং মিশন ইম্পসিবল: রৌগ নেশন চলচ্চিত্রে অভিনয় করে। ঘোস্ট প্রটোকলে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার কাঁচের দেয়াল বেয়ে ওঠার এবং রৌগ নেশনে উড্ডীয়মান প্লেনের দরজা ধরে ঝুলে থাকার শ্বাসরুদ্ধকর দৃশ্য দুটোতে টম ক্রুজ নিজেই অভিনয় করেছেন, কোনো স্টান্টম্যানের সাহায্য ছাড়াই। যদিও এর জন্য তাকে অনেক অনুশীলন করতে হয়েছিল, কিন্তু শেষপর্যন্ত অত্যন্ত বিপজ্জক এই দৃশ্যগুলোতে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই তিনি সফলভাবে অভিনয় করতে পেরেছেন।
২) জেসন স্ট্যাথাম
জেসন স্ট্যাথামের প্রথম চলচ্চিত্রের বাজেট এত কম ছিল যে, তার জন্য স্টান্ট অভিনেতা জোগাড় করা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়ে তাকে নিজের স্টান্ট নিজেকেই করতে হয়। সেই থেকে শুরু। এরপর আর তিনি পেছনে ফিরে তাকাননি। প্রায় প্রতিটি চলচ্চিত্রে মারাত্মক সব গাড়ির কসরত, ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি নিয়ে বিপজ্জনক জায়গা থেকে ঝাঁপ দেওয়া- সব ধরনের দৃশ্যে তিনি নিজেই অভিনয় করেন। শুধু তা-ই না, যেসব সুপারহিরো চলচ্চিত্রের অভিনেতারা স্টান্ট ব্যবহার করে, তিনি তাদেরও সমালোচনা করেন। তার মতে, স্টান্ট ব্যবহার করা হচ্ছে দর্শকদের সাথে প্রতারণা করার শামিল। জেসন স্ট্যাথাম সিনেমাতে বেশি কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করারও বিপক্ষে। কারণ তার মতে, এতে দৃশ্যগুলো নকল মনে হয়।
জেসন স্ট্যাথাম অভিনীত গুরুত্বপূর্ণ স্টান্ট দৃশ্যের মধ্যে আছে ক্র্যাঙ্ক চলচ্চিত্রের একটি দৃশ্যে ৫০ তলা উঁচু ভবনের বারান্দা থেকে ঝুলতে থাকা, উড়ন্ত হেলিকপ্টারের দরজার বাইরে ঝুলন্ত অবস্থায় মারামারি করা প্রভৃতি। এক্সপ্যান্ডেবল চলচ্চিত্রে একটি বিপজ্জনক দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছিলেন। চলচ্চিত্রটির একটি দৃশ্যে সমুদ্র তীরের জেটিতে প্রচন্ড গতিতে একটি ট্রাক চালিয়ে শেষ মুহূর্তে তা থামানোর কথা ছিল। কিন্তু ঠিক সময় মতো ট্রাকটি থামাতে না পারায় শুটিংয়ের সময় ট্রাকটি সহই তিনি সমুদ্রের পানিতে পড়ে যান। সৌভাগ্যক্রমে পানিতে তলিয়ে যাওয়ার আগেই তিনি দরজা খুলে ফেলতে সক্ষম হয়েছিলেন।
৩) ড্যানিয়েল ক্রেইগ
ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ মূলত তার জেমস বন্ড সিরিজের কারণেই বেশি পরিচিত। বন্ড চরিত্রে তার অভিনয় সিরিজটিকে অনেক দিন পর আবার নতুন উচ্চতায় ফিরিয়ে নিয়ে গেছে। বন্ড মুভিগুলোর অধিকাংশ অ্যাকশন দৃশ্যে ক্রেইগ কোনো স্টান্ট ছাড়া নিজেই অভিনয় করতে পছন্দ করেন। আর এ ধরনের দৃশ্যে অভিনয় করতে গিয়ে প্রায়ই তিনি ছোটখাট আঘাতও পেয়ে থাকেন। স্পেক্টার চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে তিনি হাঁটুতেও আঘাত পেয়েছিলেন।
ড্যানিয়েল ক্রেইগ অভিনীত বন্ড সিরিজের প্রথম চলচ্চিত্র ক্যাসিনো রয়্যালের একটি অ্যাকশন দৃশ্যকে বলা হয় জেমস বন্ডের সর্বকালের সেরা স্টান্ট। ঐ দৃশ্যে দেখা যায়, বন্ড মাটি থেকে ২০০ ফুট উপরের এক ক্রেন থেকে অন্য ক্রেনে লাফিয়ে পড়ে সিনেমার খলচরিত্রকে ধাওয়া করছে। বলাই বাহুল্য, অত্যন্ত বিপজ্জনক এই দৃশ্যটিতেও ক্রেইগ নিজেই অভিনয় করেছিলেন। এছাড়াও কোয়ান্টাম অফ সলেস চলচ্চিত্রে তিন তলা বিল্ডিং থেকে চলন্ত বাসে লাফিয়ে পড়ার দৃশ্য, স্কাইফল চলচ্চিত্রে চলন্ত ট্রেনের উপরে দৌড়ানোর দৃশ্যগুলোতেও তিনি নিজেই অভিনয় করেছিলেন।
৪) হ্যারিসন ফোর্ড
অভিনেতা হ্যারিসন ফোর্ড তার অ্যাকশন দৃশ্যতে নিজেই অভিনয় করতে পছন্দ করেন। কিন্তু সাধারণ মারামারি, লাফ দেওয়া এগুলোকে তিনি স্টান্ট হিসেবেই গণ্য করেন না। স্টান্ট হিসেবে তার সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা ছিল ইন্ডিয়ানা জোন্স সিরিজের চলচ্চিত্রগুলোতে। এই সিরিজের প্রায় সবগুলো বিপজ্জনক দৃশ্যে ফোর্ড নিজেই অভিনয় করতে চাইতেন, কারো নিষেধই শুনতে চাইতেন না। অতিরিক্ত ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোতে অভিনয় করা থেকে তাকে বিরত রাখার জন্য তার স্টান্টম্যানকে শেষপর্যন্ত তাকে এই বলে অনুরোধ করতে হয়েছিল যে, তিনি নিজেই যদি সব দৃশ্যে অভিনয় করে ফেলেন, তাহলে স্টান্টম্যান তো কোনো টাকাই পাবে না!
হ্যারিসন ফোর্ডের অভিনয় করা উল্লেখযোগ্য দৃশ্যের মধ্যে একটি ছিল ইন্ডিয়ানা জোন্সের প্রথম চলচ্চিত্র রেইডার্স অফ দ্য লস্ট আর্কের একটি দৃশ্য, যেখানে তিনি উড়তে প্রস্তুত একটি প্লেনের সামনে এক জার্মান সেনার সাথে মারামারি করছিলেন। ঐ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি প্লেনের ঘূর্ণায়মান প্রপেলােরের সাথে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে হাঁটুর লিগামেন্টে আঘাত পেয়েছিলেন। এছাড়াও ঐ চলচ্চিত্রে ঘোড়ার পিঠে চড়া, চলন্ত ট্রাকের নিচ দিয়ে ঝুলতে ঝুলতে যাওয়া সহ একাধিক বিপজ্জনক দৃশ্যেও তিনি অভিনয় করেছিলেন।
৫) অ্যাঞ্জেলিনা জোলি
শুধুমাত্র অভিনেতারা সব স্টান্ট দৃশ্যে অভিনয় করে সাহসিকতার পরিচয় দেখাবেন, আর অভিনেত্রীরা পিছে পড়ে থাকবেন, তা তো হতে পারে না! সেটা প্রমাণ করার জন্যই যেন দুর্দান্ত সব দৃশ্যে অভিনয় করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। অ্যাকশন চলচ্চিত্র সল্টের অধিকাংশ অ্যাকশন দৃশ্যেই তিনি অভিনয় করেছেন কোনো স্টান্টম্যানের সাহায্য ছাড়া। ছাদের কার্নিশ ধরে হাঁটা, ওভারপাস থেকে গাড়ির ছাদের উপর লাফিয়ে পড়ার মতো বিপজ্জনক দৃশ্যেও তিনি নিজেই অভিনয় করেছেন।
তবে শুধু সল্ট না, যেকোনো চলচ্চিত্রেই খুব বেশি বিপজ্জনক বা দুঃসাধ্য না হলে জোলি নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন। তার ২০০৩ সালের অ্যাকশন চলচ্চিত্র লারা ক্রফট টুম্ব রেইডার: দ্য ক্রেডল অফ লাইফের এবং ২০০৪ সালের ফ্যান্টাসি চলচ্চিত্র ম্যালেফিশেন্টের অনেকগুলো দৃশ্যেও তিনি কোনো স্টান্টম্যানের সাহায্য ছাড়া নিজেই অভিনয় করেছেন। এছাড়াও তার পরিচালনায় নির্মিত আনব্রোকেন চলচ্চিত্রের অনেকগুলো বিপজ্জনক দৃশ্যের রিহার্সালের সময় তিনি নিজেই সেগুলোতে অভিনয় করে অভিনেতাদেরকে দেখিয়ে দিয়েছেন।
বলা বাহুল্য, শুধু এই পাঁচজনই না, এর বাইরেও অনেক অভিনেতা-অভিনেত্রীই আছেন, যারা বিভিন্ন অ্যাকশন দৃশ্যে স্টান্টম্যান ছাড়া নিজেরাই অভিনয় করেন। এদের মধ্যে আছেন আর্নল্ড শোয়ার্জনেগার, যিনি কোনান দ্য বারবারিয়ান সহ একাধিক চলচ্চিত্রে নিজের স্টান্ট দৃশ্যে অভিনয় করার জন্য আলোচিত। এছাড়াও আছেন ক্রিশ্চিয়ান বেইল, যিনি ব্যাটম্যান ট্রিলজির অধিকাংশ মারামারির দৃশ্যে নিজেই অভিনয় করেছেন। আছেন কিশোরী অভিনেত্রী ক্লোয়ি গ্রেস মর্টেজ, যিনি কিক অ্যাস চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যগুলোতে অভিনয় করেছেন কোনো স্টান্টম্যান ছাড়াই। আর শুধু হলিউড নয়, হলিউডের বাইরেও জ্যাকি চ্যান সহ অনেকেই আছেন, যারা নিজেদের স্টান্ট নিজেরাই করার জন্য বিশ্ববিখ্যাত।
ফিচার ইমেজ- moviehole.net