আরব সংস্কৃতিতে ধ্রুপদী সঙ্গীত ও গানের প্রভাব
আরবরা ইসলাম আগমনের বহু আগে থেকেই গান-বাজনা বা সঙ্গীত চর্চা করত। যদিও সে সময় এটি শিল্পের প্রধান বাহক ছিল না তথাপি আরবের উকাজ শহরে কবি এবং গায়করা একত্রিত হতেন এবং কবিতা বা গান পরিবেশনের মাধ্যমে তাদের প্রতিভা উপস্থাপন করতেন। মহিলা কবিরা তাদের গান বা কবিতার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের উৎসাহিত করত। মূলত প্রাক-ইসলামী আরবের সঙ্গীতজ্ঞ ব্যক্তি এবং কবিরা সামাজিক শ্রেণিবিন্যাসে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন।