ইতিমধ্যেই যে ক্ষতি হয়ে গেছে কিংবা এখনও হয়ে চলছে, তার ফলাফল যে কতটা সুদূরপ্রসারী হবে, সেটি হয়তো আমাদের অনেকের চিন্তারও বাইরে। ব্রাজিলের প্রেসিডেন্টের মতো উন্নয়নের দর্শন নিয়ে এখন কাজ করছে পৃথিবীর বহু দেশ। আর তার ফলে হুমকির মুখে পড়ছে সুবিশাল সব বনভূমি, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন। সুন্দরবন থেকে অ্যামাজন- পৃথিবীর সর্বত্রই প্রকৃতি যেমন বুকে আগলে রাখছে এই মানবজাতিকে, তাদের বাঁচিয়ে রাখার দায়িত্বটাও তাই নিতে হবে আমাদেরকেই।