বাংলাদেশের তরুণ প্রজন্মকে নিয়ে সফলতার সাথে কাজ করে চলা এক সংগঠন ওয়াইসিসি (Youth Collaboration Camp), খ্যাতি কুড়িয়েছে তাদের নানা কর্মকাণ্ডের মাধ্যমেই। অলাভজনক এই যুব সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তরুণ প্রজন্মের প্রতিভাকে উন্মোচিত করা, সব বয়সের মানুষের জন্য সাহিত্য-সংস্কৃতি চর্চার পথ সুগম করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত তারা চারটি অনলাইন ইভেন্ট সফলতার সাথে সম্পন্ন করেছে। তবে শুধু এর মাঝেই তারা সীমাবদ্ধ থাকেনি, পাশাপাশি বৃহত্তর পরিসরেও বহুমুখী কার্যক্রম অব্যাহত রেখেছে। চ্যারিটি ফাউন্ডেশন ‘Project Twilight’ এর সাথে যৌথভাবে ‘অবহেলা করোনা’, ‘এক বেলা ইফতার’, ঈদের বাজার কর্মসূচি, দুর্গতদের ত্রাণ বিতরণ ইত্যাদি প্রজেক্টের জন্য মাঠপর্যায়ে ইতোমধ্যেই নিরলসভাবে পরিশ্রম করেছে তারা। এছাড়াও ভবিষ্যতে আসতে চলেছে নতুন আঙ্গিকের বেশ কিছু পরিকল্পনা।
১১ আগস্ট ২০২১; ওয়াইসিসির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে ১লা আগস্ট উদ্বোধন করা হয়েছে তাদের ৫ম ইভেন্ট, ‘International Youth Camp 2021’, যার মূল প্রতিপাদ্য ‘To bring the multi-active youth with creative activities and skill based leadership’। ইভেন্টের স্পন্সর, পার্টনার হিসেবে থাকছে দেশের বেশ কিছু স্বনামধন্য ব্যবসায়িক ও শিক্ষামূলক সংগঠন। বিচারক ও অতিথি হিসেবে যুক্ত হতে চলেছেন দেশবরেণ্য ব্যক্তিবর্গ। ইভেন্টে মোট তিনটি সেগমেন্টে থাকছে ২০টির অধিক প্রতিযোগিতা।
- ১ম সেগমেন্ট – Evolution of Youth: প্রজেক্ট আইডিয়া তৈরি, পাবলিক স্পিকিং (বাংলা ও ইংরেজি) এবং ইংরেজি রচনা প্রতিযোগিতা
- ২য় সেগমেন্ট – Biz Camp: বিজনেস আইডিয়া তৈরি, বিজনেস কুইজ এবং কেস সলভিং
- ৩য় সেগমেন্ট – Talent Camp: ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, পেইন্টিং ও স্কেচ, টাইপোগ্রাফিসহ ১৪টি কম্পিটিশন।
Camp Talks, Biz Talks, Career Talks, Camp Entertain Talks এই চারটি বিশেষ সেগমেন্টে থাকছে ৩টি ওয়ার্কশপসহ বেশ কিছু লাইভ সেশন, যেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিবর্গ এবং তুলে ধরবেন তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাসহ ক্যারিয়ার, ব্যবসা-বাণিজ্য, বিনোদন জগতের জানা-অজানা বিষয়।
ইভেন্টের রেজিস্ট্রেশন এবং সাবমিশন শুরু হবে ১০ আগস্ট থেকে, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন ফর্ম পূরণের পর অফিসিয়াল সাবমিশন গ্রুপ ‘Endeavours With YCC”। এবারের ইভেন্টেও কোনো রেজিস্ট্রেশন ফি থাকছে না। আর দেশ-বিদেশের যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবেন।
ফ্রি ইভেন্ট হলেও সবার জন্যই থাকছে সম্মাননা ও পুরস্কার। ফলাফল প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বরের পর। প্রত্যেক প্রতিযোগীর জন্য সার্টিফিকেট তো থাকছেই, আর বিজয়ীরা পাবে সার্টিফিকেট ও ক্রেস্টসহ চমৎকার সব উপহার। Judgement Based Award এবং People’s Choice Award এ দুই ক্যাটাগরিতেই বিজয়ী নির্ধারণ করা হবে।
চমৎকার এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে পাশে থাকছে Roar বাংলা।