ইঞ্জিনিয়ারিং জ্ঞানের বাস্তব প্রয়োগকে সামনে রেখে বুয়েটে অনুষ্ঠিত হতে চলেছে ‘Mindshift 1.0’

ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর বুয়েট ইউনিট ফেস বুয়েট ক্যাম্পাসে আয়োজন করতে চলেছে এক ভিন্নধর্মী প্রোগ্রাম, নাম Mindshift 1.0। ভিন্নধর্মী এই প্রোগ্রামটি বুয়েটের বর্তমান ছাত্রদের তাদের ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে কাজে লাগিয়ে তারা কীভাবে জটিল সব বাস্তব জীবনের সমস্যা সমাধান করতে পারবে সেই বিষয়ে অনুপ্রাণিত করবে। এই অনুষ্ঠানটি তিনটি অংশে বিভক্ত থাকবে।

প্রথম ভাগে অনুষ্ঠিত হবে ‘Real life problems meet engineering solution’ নামের একটি ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে মূলত ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা কীভাবে তাদের জ্ঞানকে কাজে লাগিয়ে বাস্তবজীবনের সমস্যা সমাধান করতে পারবে এবং সেগুলো কীভাবে সবার সামনে তুলে ধরবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এটি পরিচালনা করবেন বুয়েটেরই দুই স্বনামধন্য প্রাক্তন শিক্ষার্থী মাহিন আহমেদ (বুয়েট ইইই ‘১২ ব্যাচ) এবং সাফির আবদুল্লাহ (বুয়েট সিভিল ‘১৩ ব্যাচ)। এই অনুষ্ঠানটি আজ মঙ্গলবার (২৩ জুলাই, ২০১৯) বুয়েট সেমিনার রুমে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ভাগে, এই ওয়ার্কশপের উপর ভিত্তি করে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যেখানে পাঁচটি নির্দিষ্ট বিষয়ের যেকোনোটির উপর যেকোনো একটি বাস্তবিক সমস্যা ও সেটার সমাধান নিয়ে ছাত্রছাত্রীরা তাদের প্রেজেন্টেশন জমা দেবে, যার উপর ভিত্তি করে সেরা দশটি টিমকে বিজয়ী করা হবে।

তৃতীয় এবং শেষ ধাপে, বিজয়ী দশটি টিম বিজ্ঞ বিচারকদের সামনে তাদের আইডিয়াগুলো তুলে ধরবে। বিচারকদের রায়ে তাদের ভেতর সেরা তিনটি টিম Mindshift 1.0 এর বিজয়ী হিসেবে নির্ধারিত হবে। বিজয়ী তিনটি টিমকে সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করা হবে এবং তাদের আইডিয়ার উপর ভিত্তি করে সেগুলো বাস্তবায়নে ESAB BUET Unit Face তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।

এই প্রোগ্রামটির মিডিয়া পার্টনার হিসেবে আছে রোর বাংলা।

This article announces the arrangement of 'Mindshift 1.0' organized by ESAB BUET Unit Face. Roar Bangla is a media partner of the event.

Related Articles

Exit mobile version