মেগাপ্রেনার্স ২.০: রেজিস্ট্রেশন করুন আজই, যোগ দিন দেশসেরা উদ্যোক্তাদের মিলনমেলায়

‘ওয়াইএসআই’ (ইয়াং সাস্টেইনেবল ইমপ্যাক্ট) একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। বিশ্বের তরুণ জনশক্তিকে কাজে লাগিয়ে জাতিসংঘ প্রণীত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার পথের বাঁধাগুলো কার্যকরভাবে দূর করাই এর মূল লক্ষ্য। ২০১৭ সালের আগস্ট থেকে বাংলাদেশে যাত্রা শুরু করেছে ‘ওয়াইএসআই বাংলাদেশ’। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য এ দেশের ১৬-২৮ বছর বয়সী তরুণ উদ্যমী ও সৃজনশীল জনগোষ্ঠীকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।

মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার অভাব, অপ্রতুল স্বাস্থ্যসেবা, নারীদের নানাবিধ হয়রানি, জলাবদ্ধতা, নিরাপদ পানীয় জলের অভাব, যানজট, রাস্তাঘাটের দুরবস্থা, পরিবেশ দূষণ, খাদ্যে ভেজাল, বেকারত্বসহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের দৈনন্দিন জীবন। এভাবে খুব বেশি দিন চলতে থাকলে আমাদের ভবিষ্যতও যে হুমকির মুখে পতিত হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। আর এ সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে দেশের তরুণ সমাজকেই।

Image Source: ysibd.com

এ বছর অনুষ্ঠিতব্য ‘মেগাপ্রেনার্স ২.০’ প্রতিযোগিতার লক্ষ্য বাংলাদেশকে এসব সমস্যার হাত থেকে মুক্তির পথ দেখানো, একদল তরুণের হাত ধরে নতুন বাংলাদেশের সূচনা করা। এ লক্ষ্যে সারা দেশ থেকে যাচাই-বাছাইয়ের পর নির্বাচন করা হবে ২১ জন সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাকে, যাদের বয়স হতে হবে ১৬-২৮ বছরের মাঝে। টানা ৪ মাস যথোপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে টেকসই ব্যবসা দাঁড়া করানোর জন্য যোগ্য করে গড়ে তোলা হবে। প্রশিক্ষণ দেবেন সংশ্লিষ্ট বিষয়ে দেশ-বিদেশের অভিজ্ঞত ব্যক্তিবর্গ, যাদের সংস্পর্শে এসে সমৃদ্ধ হবে তরুণ উদ্যোক্তাদের অভিজ্ঞতার ঝুলি। এখান থেকে দাঁড় করানো হবে ৭টি টেকসই উদ্যোগ, যাদেরকে পরবর্তী ১ বছর ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরো যোগ্য করে গড়ে তোলা হবে। সেই সাথে তারা যুক্ত হতে পারবে ওয়াইএসআই এর অন্যান্য দেশের নেটওয়ার্কের সাথেও।

‘মেগাপ্রেনার্স ১.০’ প্রোগ্রামে অংশগ্রহণকারী, বিচারক এবং অতিথিবৃন্দের একাংশ; Image Source: ysibd.com
‘মেগাপ্রেনার্স ১.০’ এর ক্যাম্পেইন চলাকালে একটি দলকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন ওয়াইএসআই গ্লোবালের তৎকালীন সিইও মার্কাস ব্রুন্স; Image Source: ysibd.com
‘মেগাপ্রেনার্স ১.০’ এর ইনভেস্টর পিচ এর একটি মুহূর্ত; Image Source: ysibd.com

আবেদনের পূর্বশর্ত

১) আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে

২) বয়স ১৬-২৮ বছরের ভেতর হতে হবে

৩) দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকতে হবে

৪) প্রোগ্রাম চলাকালে সপ্তাহে ১৫-২৫ ঘণ্টা করে সময় দিতে হবে

৫) আপনি নির্বাচিত হলে আপনার উদ্যোগের ৭ শতাংশ মালিকানা থাকবে ওয়াইএসআই বাংলাদেশের হাতে। প্রোগ্রাম চলাকালে এবং পরবর্তী সময়ে আপনার উদ্যোগকে এগিয়ে নিতে পূর্ণ সহযোগিতা করবে ওয়াইএসআই বাংলাদেশ।

চূড়ান্ত নির্বাচিত ২১ জন উদ্যোক্তা যা পাচ্ছেন

১) পুরস্কার

২) সনদপত্র

৩) ৪ মাস ব্যাপী অনলাইন-অফলাইন ইনকিউবেশন প্রোগ্রাম

৪) ঢাকায় ৭ দিন আবাদিক ক্যাম্পেইন

৫) ক্যাম্পেইন চলাকালে যাবতীয় থাকা-খাওয়াসহ যাবতীয় যাতায়াত খরচ

৬) মিডিয়া কভারেজ

৭) উদ্যোগ দাঁড়া করাতে প্রয়োজনীয় আইনী সহায়তা

৮) সিড ফান্ডিং

৯) অভিজ্ঞ মেন্টরদের প্রয়োজনীয় দিকনির্দেশনা

১০) ওয়ান-টু-ওয়ান মেন্টরিং

১১) ওয়ান-টু-ওয়ান ইনভেস্টর মিটিং

আবেদনের শেষ সময়

১৪ আগস্ট ২০১৯ (রাত ১১:৫৯ মিনিট)

আবেদনের নিয়ম

আবেদনের জন্য ক্লিক করুন এই লিঙ্কে: ysibd.com/apply-for-megapreneurs-2-0/

বিস্তারিত জানতে

ওয়েবসাইট: ysibd.com/megapreneurs-2/

ফেসবুক পেজ: facebook.com/ysibd/

ইমেইল: bangladesh@ysiglobal.com

মোবাইল: +880 1535 714822

This article details the registration process of 'Megapreneurs 2.0', the startup incubation program by YSI Bangladesh. Roar Bangla is a media partner of this event.

Feature Image: Our World – United Nations University

Related Articles

Exit mobile version