করোনার ধাক্কায় বইয়ের জগতে ধস, কীভাবে টিকে থাকবে প্রকাশনা শিল্প?
চলমান সঙ্কটের ভেতরও প্রকাশনা সংস্থাগুলো যেভাবেই হোক, তাদের কার্যক্রম যে অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে, সেজন্য তারা প্রশংসার দাবিদার। অনেক প্রকাশকই কর্মচারীদের বেতন কিছুটা কমিয়ে হলেও তাদেরকে কাজে বহাল রাখছেন। কিন্তু সেটি করতে পারছেন না, এমন অনেক প্রকাশকও রয়েছেন।