একঝাঁক উদ্যমী তরুণ-তরুণীর অংশগ্রহণের মধ্য দিয়ে পর্দা নামলো রোর বাংলা ও ইয়ুথ স্কুল ফর সোশ্যাল অন্ট্রাপ্রেনার্স (ওয়াইএসএসই) এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘রোর বাংলা টকস: এপিসোড ওয়ান’ এর। ইএমকে সেন্টারে আয়োজিত সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনের প্রথম পর্বে আলোচনার বিষয়বস্তু ছিলো, “বিষণ্নতা: ‘জীবন থেকে আত্মহত্যার নির্মম পথ’।
অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে ছিলেন লিড এর প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা এবং লাইফ স্প্রিংয়ের সভাপতি জনাব ইয়াহিয়া আমিন। বেলা তিনটায় শুরু হওয়া এই আলোচনার উদ্বোধনী বক্তব্য রাখেন ওয়াইএসএসই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব শেখ মোহাম্মদ ইউসুফ হোসেন। আগত সকলের প্রতি শুভেচ্ছাবাণী রাখার পাশাপাশি এ ধরনের আয়োজন কেন আরও হওয়া উচিত, কেন আমাদের বিষণ্নতার মতো একটি মানসিক সমস্যা নিয়ে আরও বেশি সচেতন হওয়া জরুরি সেসব বিষয়ের প্রতিও আলোকপাত করেন তিনি।
এরপর বক্তব্য রাখেন রোর বাংলার সহযোগী সম্পাদক জনাব মুহাইমিনুল ইসলাম। রোর বাংলার যাত্রার গল্প তুলে ধরার পাশাপাশি রোর বাংলা সম্পর্কিত উপস্থিত তরুণ-তরুণীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। এরপরই মঞ্চে আসেন জনাব ইয়াহিয়া আমিন। সমসাময়িক মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর শীর্ষ কারণ, কীভাবে এই সমস্যাগুলো মোকাবেলা করা যায় এবং কীভাবে সমাজের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোতে প্রতিক্রিয়া করা উচিত- এমন নানা ধরনের বিষয় নিয়েই তিনি আলোচনা করেন। সমাপনী বক্তব্য রাখেন রোর বাংলার সম্পাদক এবং প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল মাহমুদ। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন এরপর থেকে নিয়মিতই হবে। আলোচনা পর্বের একেবারে শেষ পর্যায়ে জনাব ইয়াহিয়া আমিনের হাতে ক্রেস্ট হস্তান্তর করেন জনাব আবদুল্লাহ আল মাহমুদ।
তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত এমন চমৎকার একটি আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ইএমকে সেন্টারের অন্ট্রাপ্রেনার্স কোঅর্ডিনেটর শারমিন আক্তার শাকিলা।