কুয়েটে আয়োজিত হতে চলেছে ‘Baffling Career Choices with the Trinomial Trio’

আমরা সবাই যখন স্কুল কলেজের ধরা-বাঁধা নিয়মের মাঝে ছিলাম, তখন বিশ্ববিদ্যালয়ের অবাধ স্বাধীনতার জীবনকে কী অসম্ভব উপভোগ্য মনে করতাম, তাই না? কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পর কিছুদিন যেতে না যেতেই আমরা বুঝতে শুরু করি যে এই স্বাধীনতা আরো অনেক দায়িত্বের বোঝা বয়ে আনে আমাদের উপর। এসবের মাঝে সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়ায় উপার্জন কীভাবে করা যায়, চারদিকে এত এত পরিবর্তন, নতুনত্ব, ভিন্নতার মাঝে সঠিক ক্যারিয়ার কীভাবে বাছাই করা যায়, এবং এমনই আরও অনেক কিছু

এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (কুয়েট)-এর ‘কুয়েট ক্যারিয়ার ক্লাব’ বিভিন্ন সময়ে ক্যারিয়ার গঠন সম্পর্কিত বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করে এসেছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৩ই ডিসেম্বর কুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে “Lojens presents Baffling Career Choices with the Trinomial Trio“। এই আয়োজনে উপস্থিত থাকবেন বর্তমান প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় এবং স্বনামধন্য তিনজন ব্যক্তিত্ব: এনায়েত চৌধুরী, সাদমান সাদিক এবং খালিদ ফারহান। 

এনায়েত চৌধুরী বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একজন লেকচারার। তথ্যবহুল নানা ভিডিওর মাধ্যমে তিনি মানুষের চিন্তাভাবনার পরিধি ও গভীরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। 

সাদমান সাদিক একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, যিনি বই পড়তে অসম্ভব পছন্দ করেন। বই রিভিউয়ের উপর অনেক ভিডিও তৈরি করেছেন তিনি, এবং একইসাথে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট নিয়েও তিনি ভিডিও তৈরি করে থাকেন। 

খালিদ ফারহান একজন ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস্ট এবং উদ্যোক্তা, যিনি তার ভিডিওর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন কৌশল নিয়ে আলাপ করেন এবং মানুষকে প্রচলিত চিন্তাভাবনার বাইরে গিয়ে নতুনভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করেন।

বিভিন্ন সময়েই আমরা এই তিন ব্যক্তিত্বকে দেখেছি তাদের অভিজ্ঞতা ও জ্ঞানের আলোকে নতুন প্রজন্মের জন্য নানা রকমের কন্টেন্ট তৈরি করতে। কুয়েট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবার সামনাসামনিই তাদের মাধ্যমে বিভিন্ন দিকনির্দেশনা পেতে পারে যে কেউ! সম্পূর্ণ ফ্রি রেজিষ্ট্রেশনের মাধ্যমে কুয়েটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অসাধারণ ইভেন্ট।

Feature Image: KUET Career Club

Related Articles

Exit mobile version