“Ideas Worth Sharing” মূলমন্ত্র নিয়ে এগিয়ে চলা আন্তর্জাতিক সংস্থা TED সম্পর্কে জানেন না, এমন সচেতন নাগরিক হয়তো খুব কমই আছেন। TED হলো একটি গ্লোবাল প্লাটফর্ম যেখানে সৃজনশীল চিন্তার, যুগান্তকারী পরিবর্তন সাধনকারী, স্বপ্নবাজ মানুষেরা নিজেদের জীবন, অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এবং নতুন প্রজন্মকে নতুন কিছু করার জন্য অনুপ্রাণিত করেন। TEDx হলো TED কর্তৃক প্রদানকৃত লাইসেন্স যা একটি প্রতিষ্ঠানকে স্বতঃস্ফূর্তভাবে TED ইভেন্ট আয়োজনের সক্ষমতা দেয়, যাতে সমাজের প্রতিটি ক্ষেত্র থেকে সকল শ্রেণি-পেশার মানুষ তাদের মতাদর্শ সকলের মাঝে ছড়িয়ে দিতে পারেন।
বাংলাদেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই TEDx ইভেন্ট আয়োজনের মর্যাদা লাভ করেছে। এবার এই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। “Let’s Protect The Future We Choose” শিরোনামে বাকৃবিতে আগামী ২৪ ডিসেম্বর ২০২২ বাকৃবি ক্যারিয়ার ক্লাবের দুই স্বপ্নবাজ শিক্ষার্থী অনসূয়া চক্রবর্তী অন্যা এবং শাহেদ জাকির অপির সমন্বিত প্রচেষ্টায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে TEDxBAU।
তাৎপর্যপূর্ণ এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। সভাপতিত্ব করবেন বাকৃবি ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ হামিদুর রহমান। আয়োজনে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন সাদমান সাদিক, অমিতাভ রেজা চৌধুরী, অন্তিক মাহমুদ, ড. মোঃ মাহমুদুল হাসান শিকদার, ড. মোঃ মঞ্জুরুল আলম, মোঃ তাজদিন হাসান, এবং জুহাইর আহমেদ কৌশিক-এর মতো দেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা। তাদের কাছ থেকে জলবায়ু পরিবর্তনে কৃষির ভূমিকার পাশাপাশি তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতাপুষ্ট আলোচনা শুনতে পারবেন শ্রোতারা।
বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত হতে যাওয়া ইভেন্টটির রেজিস্ট্রেশন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে অতি সীমিত পরিসরে আয়োজিত হলেও পরবর্তীতে আরও বৃহৎ পরিসরে TEDxBAU ইভেন্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে এই উদ্যমী শিক্ষার্থীদের। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে আছে রোর বাংলা।