জুল ভার্ন: যুগের চেয়েও এগিয়ে থাকা একজন লেখক

যুগের চেয়েও এগিয়ে থাকা মানুষ জুল ভার্নের লেখার সবচেয়ে আকর্ষণীয় দিকটাই ছিল তার ভবিষ্যৎ দর্শন! তিনি তার বইগুলোতে এমন কিছু বৈজ্ঞানিক যন্ত্র বা আবিষ্কারের কথা কল্পনা করেছেন, যা আজকের দিনে বর্তমান ও বাস্তব!

Jules Verne is famous for his novels, such as Journey to the Centre of the Earth (1863; 1867), From the Earth to the Moon (1865), and Twenty Thousand Leagues Under the Sea (1870), that were pioneering works in the genre of science fiction.

Related Articles

Exit mobile version