Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

বিস্মৃত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি তিনি। স্মৃতিসৌধ বানাবার পর তাকে খুনের হুমকি দিয়ে বেনামি চিঠি পাঠানো হতো প্রতিনিয়ত। একটা সময় হুমকি পেতে পেতে প্রবলভাবে মানসিক বিপর্যয় ঘটে তার। সর্বক্ষণ ভয়ে আর আতঙ্কে থাকতেন মানুষটি। ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর যখন এরশাদ জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করেন, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় নি স্বয়ং এই স্থাপনাটির স্থপতিকে। জনতার কাতারে মিশে গিয়ে তিনি দেখেছিলেন তার অমর সৃষ্টি।

article

ক্লেয়ার হলিংওয়ার্থ: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রথম ব্রেকিং নিউজ করেছিলেন যিনি

কখনও তিনি সমালোচিত হয়েছেন তার আগাম তথ্য পরিবেশনের জন্য আবার কখনও কোনও বিশেষ খবর প্রকাশের জন্য তাকে গ্রেফতার হতে হয়েছে। গোপন সংবাদ পাওয়ার ব্যাপারে তার প্রখর বুদ্ধিমত্তার জন্য কেউ কেউ তাকে গুপ্তচর হিসেবেও অভিযুক্ত করেন। দ্বিতীয় বিশুযুদ্ধ শুরু হওয়ার প্রথম স্কৃপ নিউজটি করে ইতিহাসে অমর হয়ে থাকা সেই অবিসংবাদিত ব্রিটিশ সাংবাদিকের নাম ক্লেয়ার হলিংওয়ার্থ।

article

ডোনা স্ট্রিকল্যান্ড: মাত্র তৃতীয় নারী হিসেবে পদার্থে নোবেল জিতে নেয়া বিজ্ঞানী

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের ১১৭ বছরের ইতিহাসে এই নিয়ে মাত্র তিনজন নারী এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে ১৯০৩ সালে পেয়েছিলেন প্রখ্যাত পোলিশ বিজ্ঞানী মেরি কুরি, পরে ১৯১১ সালে রসায়নেও নোবেল পেয়েছিলেন তিনি। আর ১৯৬৩ সালে ইউজিন উইগনার আর যে হ্যান্স জেনসেনের সাথে যুগ্মভাবে নোবেল পেয়েছিলেন আরেক পোলিশ নারী পদার্থবিদ মারিয়া গেপার্ট মেয়ার।

article

উদয় হুসাইন এবং কুশে হুসাইন: সাদ্দাম হুসাইনের দুই কুখ্যাত পুত্র

তার পুত্রদ্বয় ছিল সমগ্র ইরাকবাসীর কাছে সাক্ষাৎ যমদূত। বড় ছেলে উদয়ের বর্বরতা এক সময় সাদ্দামের হুসাইনের রাতের ঘুম কেড়ে নিয়েছিল

article

আবদুস সাত্তার খান: আমাদের বিজ্ঞানী, বাংলাদেশের বিজ্ঞানী

গর্ব করার মতো মানুষ আমাদের খুব বেশি নেই। যারা আছেন তাদের যদি ভুলে যাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কার মাঝে অনুপ্রেরণা খুঁজবে?

article

প্রযুক্তি জগতের মহাতারকা: বিল গেটস

হালের মোটিভেশনাল স্পিকারদের কল্যাণে বিখ্যাত এক ব্যক্তির হার্ভার্ড ড্রপ-আউটের গল্প আমাদের মুখস্থ। অথচ তিনি স্রেফ একজন ‘ড্রপ-আউট ছাত্র’ ছিলেন না।

video

রাজা ভূমিবল আদুলাদেজ: থাইল্যান্ডবাসীর হৃদয়ে সত্যিকারের রাজা

এই দীর্ঘ সময়ের ‘গেম অব থ্রোনস’ চলাকালে সকলের মাঝে সকলের চেয়ে প্রজ্ঞায়, বুদ্ধিতে, নীতিতে আর দেশপ্রেমে শ্রেষ্ঠ লোকটি ছিলেন ধ্রুব। তিনি রাজা ভুমিবল আদুলাদেজ।

article

ওস্তাদ আয়েত আলী খাঁ: জগদ্বিখ্যাত এক সংগীতজ্ঞের সংগ্রামী জীবনকাহিনী

হঠাৎ থমকে দাঁড়ালো সে। দেখতে পেলো কিছু লোক দিন মজুরীর কাজ করছে। সঙ্কোচ আর দ্বিধাজড়িত পদে যুবক এগিয়ে গেল সেখানে, তারপর তাদের কাছে কাজ চাইলো। অপরিচিত যুবকের দিকে সবাই বিস্মিত চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। দিনমজুরী কাজ! পারবে তো? যুবক মাথা নেড়ে জানালো, হ্যাঁ, অবশ্যই পারবে। অবশেষে কাজ পেলো যুবক- পরিশ্রমের কাজ, ইট-পাথর টানতে হবে। কিছু করার নেই, কাজে লেগে গেলো সে। 

article

এক যে ছিল রুদ্র: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ব্যক্তিগত জীবন ও অজানা কিছু কথা

“আমাকে যে মানুষ অল্প অল্প করে জীবন চিনিয়েছে, জগৎ চিনিয়েছে- সে রুদ্র। আমাকে যে মানুষ একটি একটি অক্ষর জড়ো করে কবিতা শিখিয়েছে- সে রুদ্র।”

article

সুলি প্রুদোম: সাহিত্যে প্রথম নোবেল পেয়েছিলেন যিনি

এটি এখন তর্কাতীতভাবে সত্য যে, সারা বিশ্বে নোবেলের চেয়ে মর্যাদাবান আর কোনো পুরস্কার নেই। ফলে প্রতি বছর যারা এই পুরস্কার পান, তারা কোন না কোন ভাবে ওই বিশেষ বিষয়ে সমসাময়িক বিশ্বে অন্যতম শ্রেষ্ঠত্বের অধিকারী। আর যারা প্রথমবারের মতো এই পুরস্কার পেয়েছিলেন, তারা তো বিশেষভাবে সৌভাগ্যবান। হ্যাঁ, আজকে আমরা তেমনই একজন সৌভাগ্যবান মানুষকে নিয়ে আলোচনা করবো- যিনি ১৯০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন; তিনি হলেন ফ্রান্সের বিখ্যাত কবি ও প্রাবন্ধিক সুলি প্রুদোম। 

article

End of Articles

No More Articles to Load