বিস্মৃত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি তিনি। স্মৃতিসৌধ বানাবার পর তাকে খুনের হুমকি দিয়ে বেনামি চিঠি পাঠানো হতো প্রতিনিয়ত। একটা সময় হুমকি পেতে পেতে প্রবলভাবে মানসিক বিপর্যয় ঘটে তার। সর্বক্ষণ ভয়ে আর আতঙ্কে থাকতেন মানুষটি। ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর যখন এরশাদ জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করেন, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় নি স্বয়ং এই স্থাপনাটির স্থপতিকে। জনতার কাতারে মিশে গিয়ে তিনি দেখেছিলেন তার অমর সৃষ্টি।