মহাকবি দান্তে আলিগিয়েরি: চির নির্বাসনে থাকা এক কিংবদন্তী
১০ ই মার্চ পুনরায় রায় দেওয়া হল যে, দুই বছর নয়, আর কোন দিনই দান্তে ফ্লোরেন্সে ফিরতে পারবেন না, অর্থাৎ আজীবন নির্বাসন; তবুও যদি ফেরার চেষ্টা করেন তাহলে শহরের সীমানায় ঢুকতেই তাকে ধরা হবে এবং জ্যান্ত পুড়িয়ে মারা হবে। এর পরের বছর এই রায়ের সঙ্গে আরও যুক্ত করা হল- তার ছেলেদের বয়স যখন চোদ্দ বছর হবে তখন তারাও শহর থেকে নির্বাসিত হবে।