Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

সামার বাদাউই: যাকে কেন্দ্র করে সৌদি-কানাডা সংকটের শুরু

সামার বাদাউই, যে নারীকে কেন্দ্র করে কূটনৈতিক সংকটে জড়িয়ে পড়েছে সৌদি আরব এবং কানাডা। কেন সৌদি আরব তাকে গ্রেপ্তার করেছে? আর কেনই বা কানাডা তার মুক্তি চাইছে?

article

“থেরাপির চেয়ে সস্তা”: রবিন উইলিয়ামসের একাকী, অন্ধকার জীবন

রবিন ম্যাকলরিন উইলিয়ামসের জন্ম ১৯৫১ সালে উত্তর শিকাগোতে। তার বাবা রবার্ট ফিটজেরাল্ড উইলিয়ামস ফোর্ড মোটর কোম্পানির নির্বাহী কর্মকর্তা ছিলেন এবং মা লরি ম্যাকলারিন একজন মডেল ছিলেন। রবিন উইলিয়ামসের শৈশব বেশ স্বাচ্ছন্দ্যের ছিল। তার বাবা-মা দুজনেরই পূর্বের বিয়ে থেকে ২ জন ছেলে ছিল এবং রবিন ছিলেন তাদের একমাত্র সন্তান। জন্ম শিকাগোতে হলেও বাবার কাজের জন্য রবিন মিশিগানের ডেট্রয়িট এবং পরবর্তীতে সান ফ্রান্সিসকোতে পাড়ি জমান। রবিন উইলিয়ামস তীব্রভাবে হতাশায় ভুগতেন। কিন্তু তার জীবন ও শৈশবে আপাতদৃষ্টিতে তেমন কোনো কমতি ছিল না।আজ তার ৪র্থ মৃত্যুবার্ষিকীতে আমরা রবিন উইলিয়ামসকে সম্মান জানাতে পারি হতাশা বা ডিপ্রেশন নিয়ে আরেকবার ভেবে। যদি আপনি ডিপ্রেশনে ভুগে থাকেন তাহলে কথা বলুন, মানুষকে জানান। তেমনি আপনার কাছের কেউ হতাশায় ভুগছে না তাও নিশ্চিত করুন। এটি একটি গুপ্ত ঘাতক যা সফল-অসফল সবাইকে গ্রাস করে।

article

ইলিয়াস কাঞ্চন: রূপালী পর্দার আড়ালে একজন নিভৃত মহানায়ক

টম হ্যাংক্স, ব্র্যাড পিটদের মতো বিখ্যাত অভিনেতাদের মতো, তিনিও ইউনিভার্সিটি ড্রপ-আউট সুপারস্টারদের তালিকায় নাম লিখান।প্রায় চার দশক ধরে উজ্জ্বল করে রেখেছিলেন বাংলা সিনেমার রুপালী পর্দা।আর পর্দার আড়ালে কিছুটা নিভৃতে কাজ করে গেছেন নিরাপদ সড়কের মতো একটি জনগুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে। আছেন সড়ক দুর্ঘটনায় পঙ্গু ভিক্টিমদের পাশে, কাজ করছেন রোহিঙ্গাদের জন্যও তিনি আমাদের মহানায়ক ইলিয়াস কাঞ্চন।

article

দিগ্বিজয়ী আলেকজান্ডার: রাজপুত্রের উত্থান (পর্ব ১)

রাজা খুব দ্রুতই মারা গেলেন, তার সাদা আলখেল্লা রক্তে ভিজে লাল হয়ে উঠেছে। তার মেয়ের রাজকীয় বিবাহ অনুষ্ঠানের হর্ষ-আনন্দের পরিবেশ রূপ নিয়েছে চিৎকার আর আর্তনাদে। পসানিয়াস, রাজার দেহরক্ষীদের অন্যতম সদস্য হঠাৎ করেই তার আলখেল্লার ভিতর থেকে ছুরি বের করে তার মালিকের বুকে বসিয়ে দিয়েই দৌড় দিয়েছিলো বাগানের দিকে তার ঘোড়ায় ওঠার জন্য, কিন্তু তার আগেই প্রিয় রাজার আততায়ীকেও পরপারে পাঠিয়ে দিলো রাজরক্ষীরা…

article

মেরিলিন মনরো: সর্বকালের সেরা লাস্যময়ী তারকা

জানা যায়, মনরো মৃত্যুর পূর্বে শেষ ফোন জন এফ. কেনেডিকেই দিয়েছিলেন। মনরো তাদের সম্পর্ক সবার সামনে আনার হুমকি দিয়েছিল। তাই তার বেঁচে থাকা কেনেডির কাজের পথে ব্যাঘাত ঘটাতে পারে। ঠিক এ কারণেই তাকে চলে যেতে হয়েছে – এমনটাই মনে করেন মনরোর অনেক ভক্ত। অবশ্য এমন সন্দেহের বাস্তবে কোনো প্রমাণ মেলেনি।

article

শাহিদ আজমি: আদালতে ন্যায়ের লড়াইয়ে এক মৃত্যুঞ্জয়ী

বাবরি মসজিদ ভাঙা নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গায় গ্রেফতার হলো ১৫ বছরের একটি ছেলে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত তাকে মুক্তি দিলো। পরবর্তীতে আরেক অভিযোগে সে গ্রেফতার হলো, এবার অভিযোগ ছেলেটি এক রাজনীতিবিদকে হত্যার পরিকল্পনায় জড়িত। ভূয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি তৈরি করা হলো কিশোরটির নামে, যা সে কখনো দেয়ই নি। এই একটি মাত্র প্রমাণের জের ধরে তার পাঁচ বছরের কারাদন্ড হয়ে গেলো।

article

ভ্লাদিমির কোমারভ: আকাশ থেকে পড়ে যাওয়া ইতিহাসের প্রথম এবং শেষ ব্যক্তি!

ভূপৃষ্ঠ ছেড়ে আকাশের দিকে উঠতে শুরু করার পর থেকেই নানা ধরনের টেকনিক্যাল সমস্যা দেখা দেয় সয়োজ-১ নামক মহাকাশযানটিতে।

article

সিডনি শেলডন: ডেলিভারি বয় থেকে বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক হয়ে ওঠার গল্প

আশপাশের সব কিছু ছাপিয়ে সংগ্রাম করে, নানা প্রতিকূল অবস্থায় থেকেও কিভাবে সফলতার শীর্ষে আরোহণ করা যায়, নারী চরিত্রের এমন দিকটা যেমন তিনি দেখিয়েছেন, অন্যদিকে বেপরোয়া, বিধ্বংসী কিছুক্ষেত্রে আত্মবিধ্বংসী রূপটিও অবলীলায় দেখিয়ে দিয়েছেন।

article

ডাক্তার প্যাচ অ্যাডামস, একজন সত্যিকারের মুন্না ভাই

প্যাচ অ্যাডামসের একজন ডাক্তার যিনি প্রচলিত চিকিৎসা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেন। গাজেনঢাইট ইন্সিটিউটের মাধ্যমে তিনি দেখানে চান একটি সত্যিকারের হাসপাতাল কেমন হওয়া উচিত

article

হোসে সারামাগো: স্বেচ্ছায় নির্বাসিত অভিমানী এক নোবেল বিজেতা

জনপ্রিয় এই সাহিত্যিকের বই অনূদিত হয়েছে ২৫টিরও বেশি ভাষায়। সারা বিশ্বে তার বইসমূহ ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। আদর্শগতভাবে তিনি ছিলেন উদার সমাজতান্ত্রিক। উদার দৃষ্টিভঙ্গি নিয়ে লেখালেখির কারণে তিনি বিভিন্ন সময়ে গোঁড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সমালোচনার শিকার হয়েছেন- বিশেষ করে ক্যাথলিক চার্চ কতৃক। রাজনৈতিক পরিসরেও তিনি ছিলেন প্রতিবাদী লেখক, ফলে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ) এর বেশ কিছু কর্মকাণ্ডেরও তিনি বিরোধিতা করেছিলেন। তাই এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকেই তিনি সর্বাধিক সমালোচনার মুখোমুখি হয়েছিলেন।

article

নাগিব মাহফুজ: সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম আরব্য উপন্যাসিক

আরবি ভাষার কিংবদন্তি ঔপন্যাসিক নাগিব মাহফুজ। ১৯৮৮ সালে সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন নোবেল পুরস্কার। আরব লেখকদের মধ্যে তিনিই একমাত্র সাহিত্যে নোবেল বিজয়ী।

article

সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর: চন্দ্রশেখর সীমা, তারকাদের পরিণতি এবং সিঙ্গুলারিটি কথন

১৯১০ সালের ১৯ অক্টোবর ব্রিটিশ ভারতের লাহোরে তার ঘরে জন্ম নিয়েছিল একটি শিশু। কোনো এক অজানা কারণে, সি ভি রমণ ভ্রাতুষ্পুত্রকে দেখতে গিয়ে বলেছিলেন এ ছেলে একদিন আমার চেয়ে বড় বিজ্ঞানী হবে! তিনিই সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর।

article

End of Articles

No More Articles to Load