একদিকে তিনি বহু খণ্ডে বিভক্ত চীনকে একত্রিত করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানি আগ্রাসনের কাছে নতি স্বীকার করা থেকে বিরত থাকতে সমর্থ হয়েছেন, অন্যদিকে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অজস্র মানুষের মৃত্যুর জন্য দায়ী এবং তার সরকারের দুর্নীতি ও অকর্মন্যতা চীনে কমিউনিজমের বিকল্প একটি সরকারব্যবস্থা প্রতিষ্ঠার পথ রুদ্ধ করে দিয়েছিল। বর্তমানে গণপ্রজাতন্ত্রী চীনে তাকে একজন দুর্নীতিগ্রস্ত, অকর্মণ্য, নিষ্ঠুর ও পরাজিত একনায়ক হিসেবে চিত্রিত করা হয়। অন্যদিকে, তাইওয়ানভিত্তিক চীন প্রজাতন্ত্রে তাকে একজন মহান কমিউনিজমবিরোধী নেতা এবং চীনের প্রকৃত একত্রকারী হিসেবে উপস্থাপন করা হয়।