Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

বছরশেষে চমকের পর চমক নিয়ে হাজির মার্ভেল

২০২০ সালে মার্ভেল স্টুডিওজ তাদের ভক্তদের ‘ব্ল্যাক উইডো’ এবং ‘ইটার্নালস’ মুভির পাশাপাশি উপহার দিতে চেয়েছিল ওয়ান্ডাভিশন এবং ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’ সিরিজ। কিন্তু করোনার কারণে সবগুলোর মুক্তি পেছাতে পেছাতে গিয়ে ঠেকেছে ২০২১ সালে। অর্থাৎ, আমাদের একটি বছর কাটাতে হলো কোনো মার্ভেল মুভি বা টিভি সিরিজ বাদেই! ২০০৯ সালের পর থেকে এমনটা আর কখনো হয়নি।

বছরের ক্রান্তিলগ্নে অবশ্য কিছু টুকরো খবরের মাধ্যমে মার্ভেল তাদের ভক্তদের সেই শোক ভুলিয়ে রাখতে চেষ্টা করেছে। যেমন ‘স্পাইডার-ম্যান থ্রি’ মুভিটিতে আবারো ডক্টর অক্টোপাস হিসেবে ফিরে আসছেন আলফ্রেড মুলিনা, যিনি কিনা স্যাম রাইমির ‘স্পাইডার-ম্যান টু’ মুভিতেও ডক্টর অক্টোপাস চরিত্রে অভিনয় করেছিলেন। একইভাবে ইলেক্ট্রো হিসেবে আবার জেমি ফক্স ফিরে আসায় মারভেল ভক্তদের মনে ‘লাইভ অ্যাকশন স্পাইডারভার্স’ মুভির যে আশা জন্ম নেয়, তাতে উত্তাপ আরো বাড়িয়ে দেয় টোবি ম্যাগুইয়ার এবং এন্ড্রু গারফিল্ডের ফিরে আসার গুজব। এর মধ্যেই কেভিন ফাইগির নিয়ে আসা চমকের জন্য ভক্তরা মোটেই প্রস্তুত ছিল না।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মাধ্যমে ২৩টি সিনেমার গল্প, হিরো এবং ভিলেনকে যুক্ত হয়েছে একে অন্যের সাথে। নতুন স্ট্রিমিং সার্ভিস ডিজনি প্লাসের মাধ্যমে আমরা সিনেমার সাথে সম্পর্কিত সিরিজ নির্মাণ করে সেটিকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারব। যার ফলে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স আগের চাইতে আরো বিশাল হয়ে উঠবে।

ইঙ্গিত কি লাইভ অ্যাকশন স্পাইডার-ভার্সের দিকে? Image source: screenrant

গত ১০ ডিসেম্বর, দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির ইনভেস্টর ডে প্রেজেন্টেশনে মার্ভেল স্টুডিওজের প্রেসিডেন্ট এবং মার্ভেলের চিফ ক্রিয়েটিভ অফিসার কেভিন ফাইগি ডিজনি প্লাস স্ট্রিমিং সার্ভিসে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন কিছু সিরিজের পাশাপাশি একগাদা তথ্য প্রকাশ করেন, যেগুলো সাধারণত  আগে স্যান ডিয়েগো কমিকনে দর্শক ভর্তি ‘হল এইচ’ এর জন্য জমা রাখা হত। কেভিন ফাইগির ঝুলিতে কী কী ছিল, চলুন দেখে নেয়া যাক।

প্রথমেই ওয়ান্ডাভিশন

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ ফোর শুরু হতে যাচ্ছে এই ব্যতিক্রমী দম্পত্তির মাধ্যমে। অন্যতম শক্তিশালী দুই সুপারহিরো তাদের শান্তিময় শহুরে জীবন কাটাচ্ছিল, কিন্তু পরে তাদের সন্দেহ হতে শুরু হয় চারপাশে যা ঘটছে তা কি আসলেই ঘটছে? বিষয়টা আসলেই অদ্ভুত, কারণ ইনফিনিটি ওয়ারে থ্যানোসের হাতে মারা যাওয়ার পর ভিশন আর ফিরে আসেনি। সাই-ফাই সিটকম-রিফ ধাঁচের এ সিরিজে স্কারলেট উইচ হিসেবে এলিজাবেথ ওলসেন এবং ভিশন হিসেবে পল বেটানির পাশাপাশি ফিরে আসবেন কেট ডেনিংস অভিনীত ডারসি লুইস, যাকে এর আগে আমরা ‘থর’ এবং ‘থর দ্য ডার্ক ওয়ার্ল্ড’-এ দেখেছিলাম, রেন্ডাল পার্ক অভিনীত এজেন্ট জিমি উ, যাকে এর আগে আমরা ‘অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প’-এ দেখেছিলাম। নতুন মুখ কেথেরিন হান, যিনি ওয়ান্ডা ভিশনের ট্রেইলারে দেখানো সেই চঞ্চল প্রতিবেশী, মনিকা রেম্বউ হিসেবে থাকছেন টিওনাহ প্যারিস।

সিরিজটির পরিচালক ম্যাট শ্যাকম্যান আর মূল লেখক জ্যাক শেফার, এটি আসবে ২০২১ সালের ১৫ জানুয়ারি।

সিরিজের নতুন পোস্টার, Image source: Marvel

ডক্টর স্ট্রেঞ্জ: মাল্টিভার্স অভ ম্যাডনেস

ডক্টর স্ট্রেঞ্জ মুভির সিক্যুয়েল, Image source: Marvel

কেভিন ফাইগি নিশ্চিত করেছেন, স্যাম রাইমি পরিচালিত হরর ধাঁচের এই মুভিটির শ্যুটিং লন্ডনে ইতোমধ্যে শুরু হয়েছে এবং সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন এলিজাবেথ ওলসেন। ডক্টর স্ট্রেঞ্জ হিসেবে বেনেডিক্ট কাম্বারব্যাচের পাশাপাশি মুভিতে আরো দেখা যাবে বেনেডিক্ট ওং (ওং), রেইচেল ম্যাকঅ্যাডামস (ক্রিশ্চিন পালমার), শিওটেল এজিওফর (মরডো)। এই সিনেমার মাধ্যমে জনপ্রিয় চরিত্র আমেরিকা শাভেজকে প্রথমবারের মতো লাইভ অ্যাকশনে নিয়ে আসা হবে যে চরিত্রে, তাতে অভিনয় করবেন শুচি গোমেজ। সিনেমাটি মুক্তি পাবে ২০২২ সালের ২৫ মার্চ। 

আমেরিকা শ্যাভেজ হিসেবে শুচি গোমেজ, এটা কি ইয়াং অ্যাভেঞ্জারস গঠনের ইঙ্গিত? Image source: Nerdpower

কেভিন ফাইগি আরও বলেছেন, ডক্টর স্ট্রেঞ্জের এই মুভিটি সরাসরি যুক্ত থাকবে ওয়ান্ডাভিশন সিরিজ এবং ২০২১ এর ডিসেম্বরে মুক্তি পেতে চলা মুভি স্পাইডার-ম্যান থ্রির সাথে। এর আগেই নিশ্চিত করা হয়েছিল, ডক্টর স্ট্রেঞ্জ থাকবে স্পাইডার-ম্যান থ্রি’তে। তাই বলার অপেক্ষা রাখে না, এ খবরে ভক্তদের মনে লাইভ অ্যাকশন স্পাইডার-ভার্স দেখার আশা আরো জোরালো হলো।

দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার

এ সিরিজে একসাথে দেখা যাবে, ক্যাপ্টেন আমেরিকার দুই বন্ধু অ্যান্থনি ম্যাকি অভিনীত ফ্যালকন এবং স্যাবাস্তিয়ান স্ট্যান অভিনীত উইন্টার সোলজারকে। এর মাধ্যমে আবার ফিরে আসবে ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার মুভির মূল ভিলেন ব্যারন জিমো (ড্যানিয়েল ব্রাহল) এবং শ্যারন কারটার (এমেলি ভ্যানক্যাম্প)। ছয় পর্বের এই সিরিজটি ‘অ্যাভেঞ্জারস এন্ডগেম’ মুভির পরের ঘটনা, যেখানে ক্যাপ্টেন আমেরিকা তার শিল্ড তুলে দেয় স্যাম উইলসনের হাতে। নতুন ভিলেন হিসেবে আগমন হবে ফ্ল্যাগ-স্ম্যাশারস দলের, যার নেতৃত্বে থাকবে এরিন ক্যালিমেন অভিনীত চরিত্রটি। 

সিরিজটিতে আরো দেখা যাবে ওয়েট রাসেল অভিনীত জন ওয়াকারকে, যার আরেক নাম ইউএস এজেন্ট। সিরিজটি পরিচালনা করেছেন ক্যারি স্কগল্যান্ড এবং মূল লেখক ম্যালকম স্পেলম্যান। ডিজনি প্লাসে এটি আসছে ২০২১ সালের ১৯ মার্চ।

ব্ল্যাক উইডো

ব্ল্যাক উইডো নিয়ে কথা বলছেন কেভিন ফাইগি, Image source: Marvel

প্রায় ছ’মাস আগেই মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে বেশ কয়েকবার পিছিয়েছে স্কারলেট জোহানসেন অভিনীত বহুত প্রতীক্ষিত ‘ব্ল্যাক উইডো’। কেভিন ফাইগি আবারো নিশ্চিত করেছেন, মুভিটি ডিজনি প্লাসে নয়, হলেই মুক্তি পাবে ২০২১ সালের ৭ মে।

লোকি

‘গড অভ মিসচিফ’ খ্যাত থরের ছোটভাই লোকি ফিরে আসছে তার নিজের সিরিজ নিয়ে ডিজনি প্লাসে ২০২১ সালের মে মাসে। এ সিরিজের গল্প এগিয়ে যায় ‘অ্যাভেঞ্জারস এন্ডগেম থেকে, যেখানে টনি স্টার্ক আর স্কট ল্যাং ২০১২ সালে ফিরে গিয়ে টেসারেক্ট উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হয় এবং লোকি সেই টেসারেক্ট নিয়ে পালিয়ে যায়। ‘এন্ডগেম’ এর পরিচালক রুশো ব্রাদার্স আগেই নিশ্চিত করেছিলেন, টেসারেক্ট নিয়ে লোকির পালিয়ে যাওয়ার কারণে সেখানে নতুন একটি টাইমলাইন সৃষ্টি হয়েছে।

সিরিজটি আমাদের অসংখ্য নতুন কিছু চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেবে। তাই টম হিডেলস্টোনের পাশাপাশি এই সিরিজে যুক্ত হয়েছেন ওয়েন উইলসন, গুগু এমবাথা রঅ, সোফিয়া ডি মারতিনো, উমনি মোসাকু এবং রিচার্ড ই গ্র্যান্ট। টিভিএ বা টাইম ভ্যারিয়েন্স অথরিটি থাকছে এ সিরিজে, যার অর্থ আমরা বিভিন্ন টাইমলাইন বা অল্টারনেট রিয়েলিটিতে লোকির ভিন্নধর্মী এই ক্রাইম থ্রিলার অ্যাডভেঞ্চার দেখতে পাব। সিরিজ পরিচালনার দায়িত্বে আছেন কেইট হেরন এবং মূল লেখক হিসেবে আছেন মাইকেল ওয়ালড্রন।

একগাদা নতুন চরিত্র থাকছে এই সিরিজে, Image source: Marvel

হোয়াট ইফ…?

Space. Time. Reality. It’s more than a linear path.

মার্ভেল স্টুডিওজের প্রথম অ্যানিমেটেড সিরিজ হিসেবে আগামী বছর আসছে ‘হোয়াট ইফ…?’ একই নামের কমিকবুক সিরিজ থেকে অনুপ্রাণিত এই সিরিজটি উয়াটু দ্য ওয়াচারের দৃষ্টিতে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ঘটে যাওয়া বিখ্যাত কিছু ঘটনাকে ভিন্নভাবে কল্পনা করে দেখানো হবে। যেমন ধরুন, কী হতো যদি স্টিভ রজার্সের পরিবর্তে সুপার সোলজার সিরাম দেয়া হতো পেগি কার্টারকে? অ্যান্থোলজি এই সিরিজটি অ্যানিমেটেড হলেও মূল চরিত্রের প্রায় সকল অভিনেতাই তাদের নিজের চরিত্রে কণ্ঠ দিয়েছেন। উয়াটু দ্য ওয়াচারে কণ্ঠ দিয়েছেন জেফরি রাইট। সিরিজটি পরিচালনা করেছেন ব্রায়ান অ্যান্ড্রুজ এবং মূল লেখক হিসেবে থাকছেন অ্যাশলি ব্র্যাডলি।

SDCC ঘোষণা করা এই সিরিজের বিশাল কাস্ট, Image source: express.uk

শাং শি অ্যান্ড দ্য লেজেন্ড অভ দ্য টেন রিংস

কুংফু মাস্টারের গল্প; Image source: Marvel

কেভিন ফাইগি নিশ্চিত করেছেন, এই মুভিটির প্রোডাকশনের কাজ অস্ট্রেলিয়াতে শেষ হয়েছে। চীনে জন্মগ্রহণ করা এই সুপারহিরোকে ডাকা হয় ‘মাস্টার অভ কুং ফু’ হিসেবে। সিনেমাটিতে আমরা দেখতে পাব, শিমু লিউ অভিনীত শাং শি, যে অতীতকে পেছনে ফেলে এসেছিল, রহস্যময় সংগঠন টেন রিংস অর্গানাইজেশনের কারণে আবারো সে অতীতের মুখোমুখি হবে। এতে আরো থাকছেন আকোয়াফিনা (কেটি), টনি লিয়ং (মান্দারিন), মিশেল ইয়োহ (জিয়াং নান) সহ আরো অনেকে। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই মুভি মুক্তি পাবে ২০২১ সালের ৯ জুন।

এখন পর্যন্ত নিশ্চিত হওয়া অভিনেতারা, Image source: Marvel

মিস মার্ভেল

জার্সি সিটিতে বেড়ে উঠে ১৬ বছরের পাকিস্তানি-আমেরিকান কামালা খানকে কেন্দ্র করেই সিরিজটি। কামালা একজন মেধাবী ছাত্রী, তুখোর গেমার এবং সুপারহিরোদের বড় ভক্ত, বিশেষ করে ক্যাপ্টেন মারভেলের। যখন সে বাসা এবং স্কুলে নিজেকে মানিয়ে নিতে পারছিল না, ঠিক তখনই তার প্রিয় সুপারহিরোদের মতো সে-ও পায় সুপার পাওয়ার। তারপর যা হয়, তা নিয়েই এগিয়ে যায় সিরিজটি।

লকডাউনের সময়ে অনলাইন অডিশনের আয়োজন করে মারভেল স্টুডিও, যার মাধ্যমেই তারা খুঁজে পায় কানাডিয়ান অভিনেত্রী ইমান ভালানিকে। তার সাথে সিরিজটিতে আরো থাকছেন আরমিস নাইট, সাগার শাইখ, রিশ শাহ, জেনোবিয়া শ্রফ, মোহান কাপুর, ম্যাট লিন্টজ, ইয়াসমিন ফ্লেচার, লাইথ নাকি, আজহের উসমান, ট্রিভানা স্প্রিনজার এবং নিমরা বুচা। সিরিজটি পরিচালনায় থাকববেন চারজন; আদিল এল আরবি এবং বিল্লাল ফাল্লাহ, মিরা মেনন এবং শারমিন ওবাইদ-চিনয়।

ক্যাপ্টেন মার্ভেল টু

ক্যাপ্টেন মার্ভেল আর মিস মার্ভেল একসাথে, Image source: Marvel

ব্রি লারসন আবার ফিরে আসছেন ক্যারল ডেনভারস হিসেবে। তবে তার সাথে যুক্ত হবে ইমান ভালানির ক্যাপ্টেন মারভেল এবং তিওনাহ প্যারিসের মনিকা রেম্বোউ। নিয়া দাকস্তা পরিচালনা করবেন এই মুভিটি, যা মুক্তি পাবে ২০২২ সালের ১১ নভেম্বর।

ইটার্নালস

এখন পর্যন্ত নিশ্চিত হওয়া অভিনেতারা, Image source: Marvel

২০১৯ সালের স্যান ডিয়েগো কমিকনে প্রথম ঘোষণা করা হয় এবং সব অভিনেতা-অভিনেত্রীকেই নিয়ে আসা হয়। কেভিন ফাইগি বেশ আশাবাদী এটি নিয়ে। গল্প শুরু হয় ‘অ্যাভেঞ্জারস এন্ডগেম’ মুভির পর পরই, যেখানে সেলেস্টিয়ালদের সৃষ্টি এই ইটার্নালস, যারা পৃথিবীতে মানুষদের মাঝে প্রায় সাত হাজার বছর লুকিয়ে ছিল, তারা সবাই এক হয় তাদের শত্রু ডেভিয়েন্টদের হারাতে। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ৫ নভেম্বর।

হকআই

হেইলি স্টেইনফেল্ড হতে যাচ্ছেন মার্ভেলের ফিমেল হকআই, Image source: Marvel

তীরন্দাজ ক্লিন্ট বার্টন এবং তার সাইডকিক কেইট বিশপকে নিয়েই ডিজনি প্লাসের এই নতুন সিরিজটি আসতে যাচ্ছে ২০২১ সালের শেষের দিকে। কেভিন ফাইগি নিশ্চিত করেছেন, কেইট বিশপ হিসেবে আমরা পেতে যাচ্ছি হেইলি স্টেইনফেল্ডকে। এছাড়াও আমরা সিরিজে ইলানোর বিশপ হিসেবে ভেরা ফারমিগা, কাজি হিসেবে ফ্রা ফি এবং মায়া লোপেজ চরিত্রে আলোকা কক্সকে দেখতে পাব। রিজ থমাস এবং বার্ট অ্যান্ড বার্নি পরিচালনা করছেন এই সিরিজটি। 

শি হাল্ক

শি হাল্ক; Image source: Marvel

ব্রুস ব্যানারের জনপ্রিয় কাজিন জেনিফার ওয়াল্টারস বা ‘শি হাল্ক’ কমেডি সিরিজ আসছে, যেখানে জেনিফার হিসেবে থাকছেন টাটিয়ানা মাসলানি। এই সিরিজের মাধ্যমে ২০০৮ সালের পর ফিরে আসছেন টিম রুথ তার অ্যাবোমিনেশন নিয়ে। ব্রুস ব্যানার হিসেবে মার্ক রুফালোকেও এই সিরিজে দেখতে পাবো আমরা। যেহেতু জেনিফার একজন ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা আইনজীবী আর তার দক্ষতা সুপারহিরোদের নিয়ে, তাই কেভিন ফাইগি এটা জানাতেও ভোলেননি, এ সিরিজেই মারভেল কমিকের অনেক চরিত্রের দেখা পেতে পারি আমরা।

এ সিরিজ পরিচালনা করবেন ক্যাট কয়রো এবং আনু ভালিয়া, তবে এটি কখন আসবে, তা এখনো জানানো হয়নি।

মুন নাইট

কে হবেন মুন নাইট? Image source: Marvel

ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারে ভুগতে থাকা মার্ক স্পেকটার আসছে ডিজনি প্লাসের এই নতুন সিরিজে। ভিজিল্যান্টি মুন নাইটের সবগুলো চরিত্রই ভিন্ন এবং সিরিজের প্রেক্ষাপট থাকবে প্রাচীন মিশর। কেভিন ফাইগি বলেছেন, এটি ইন্ডিয়ানা জোন্স ধাঁচে নির্মিত অ্যাকশন অ্যাডভেঞ্চার সিরিজ। মিশরীয় পরিচালক মোহামেদ দিয়াব পরিচালনা করবেন এটি। বেশ কিছুদিন বিভিন্ন সংবাদে এই চরিত্রটির জন্য অস্কার আইজ্যাকের নাম উচ্চারিত হলেও কে মুন নাইট হিসেবে থাকছে, তা নিশ্চিত করেননি ফাইগি।

সিক্রেট ইনভেশন

সিক্রেট ইনভেশন, Image source: Marvel

সিভিল ওয়ারের পর মারভেল কমিক্সের অন্যতম বড় ক্রসওভার ইভেন্টের আদলে এ সিরিজে দেখা যাবে, কীভাবে কিছু বহুরূপী স্ক্রাল পৃথিবীর মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। ক্যাপ্টেন মার্ভেল মুভিটি আমাদের পরিচয় করিয়ে দেয় এই স্ক্রালদের সাথে। স্পাইডার-ম্যান ফার ফ্রম হোম ইতোমধ্যেই আমাদের জানিয়েছে, নিক ফিউরি স্পেসে কোনো এক মিশনে আছেন, আর পৃথিবীতে তার হয়ে কাজ করছে টেলোস। এখানে আবার দেখা মিলবে স্যামুয়েল এল জ্যাকসন অভিনীত নিক ফিউরি এবং বেন মেন্ডেলসন অভিনীত টেলোসের।

আয়রনহার্ট

রির উইলিয়ামসের দেখা মিলবে; Image source: Marvel

‘আয়রনহার্ট’ সিরিজে দেখা মিলবে রিরি উইলিয়ামসের। সে প্রযুক্তি নিয়ে এতটাই দক্ষ যে সে আয়রনম্যানের পরেই সবচাইতে আধুনিক স্যুট অভ আর্মর তৈরি করতে পেরেছে। রিরি উইলিয়ামস হিসেবে আমরা পেতে যাচ্ছি ডমিনিক থ্রোনকে।

আর্মর ওয়ারস

টনি স্টার্কের বন্ধুর নতুন যাত্রা; Image source: Marvel

টনি স্টার্কের সে ভয় অবশেষে সত্যি হলো। তার আবিষ্কার পড়েছে খারাপ মানুষের হাতে। তা রুখতেই এই সিরিজে টনির বন্ধু জেমস রোডসের যাত্রা। ডন চিডল এ সিরিজের প্রধান চরিত্র রোডস বা ওয়ারমেশিন হিসেবে থাকছেন।

দ্য গার্ডিয়ান অভ দ্য গ্যালাক্সি হলিডে স্পেশাল

গ্যালাক্সির গার্ডিয়ানরাও আছেন এ মিছিলে; Image source: Marvel

এমন কিছু একটা অনেকদিন ধরেই করতে চাচ্ছিল কেভিন ফাইগির দল, কিন্তু সঠিক মাধ্যম না থাকায় তা সম্ভব হয়নি। অবশেষে ডিজনি প্লাসের মাধ্যমে তা মারভেল স্টুডিওজ নিয়ে আসছে তাদের প্রথম লাইভ অ্যাকশন হলিডে স্পেশাল। এটি রচনা এবং পরিচালনা করবেন জেমস গান। এই হলিডে স্পেশালের শ্যুটিং হবে ‘গার্ডিয়ান অভ দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি’-এর প্রোডাকশনের সময়তেই; ‘গার্ডিয়ান অভ দ্য গ্যালাক্সি’ মুক্তি পাবে ২০২৩ সালে।

আই এম গ্রুট 

বাদ যায়নি গ্রুট; Image source: Marvel

বেবি ইয়োডা বা গ্রোগু একাই ডিজনি প্লাস মাতাবে, তা কীভাবে হয়? তাই এবার সবার প্রিয় বেবি গ্রুট ফিরে আসছে আরো কিছু নতুন এবং অস্বাভাবিক চরিত্র নিয়ে নতুন এই সিরিজে।

ক্রিশ্চিয়ান বেইল আসছেন ‘গর দ্য গড বুচার’ হিসেবে

এবার ভিলেন হলেন ক্রিশ্চিয়ান বেইল; Image source: comicbook

‘দ্য ডার্ক নাইট’ মুভিটিতে সেই বিখ্যাত উক্তিটির কথা মনে আছে?

You either die a hero, or you live long enough to see yourself become the villain.

সে সিনেমায় ব্যাটম্যান হিসেবে অভিনয় করা অস্কারজয়ী অভিনেতা ক্রিশ্চিয়ান বেইল এবার যুক্ত হয়েছেন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে একজন ভিলেন হিসেবে। ২০২২ সালের ৬ মে মুক্তি পেতে যাওয়া থরের চতুর্থ মুভি ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ মুভিতে বেইল থাকছেন গর দ্য গড বুচার চরিত্রে। টাইকা ওয়াইটিটি পরিচালিত এই মুভিতে ক্রিস হেমসওর্থের (থর) পাশাপাশি ফিরে এসেছেন টেসা থম্পসন (ভাল্কারি) এবং নাটালি পোর্ট্ম্যান (জেইন ফস্টার)। এই মুভিতে নারী থর হিসেবে থরের হাতুড়ি মিওলনির নিয়ে গডেস অভ থান্ডার হিসেবে আগমন ঘটবে জেইন ফস্টারের। শ্যুটিং শুরু হবে জানুয়ারিতে।

গত বছর স্যান ডিয়েগো কমিকনে জানানো হয়, জেইন ফস্টার হতে চলেছে মার্ভেলের ফিমেল থর, Image source: Cinemaniaco

অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টামেনিয়া

তৃতীয় অ্যান্টম্যান মুভি; Image source: Marvel

কেভিন ফাইগি আমাদের জানালেন তৃতীয় অ্যান্টম্যান মুভিটির নাম হতে চলেছে ‘অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টামেনিয়া’। পল রাড (স্কট ল্যাং/অ্যান্টম্যান), এভেঞ্জেলিন লিলি (হোপ ভেন ডাইন/ওয়াস্প), মাইকেল ডগলাস (হ্যাংক পিম) এবং মিশেল পাইফার ( জেনেট ভেন ডাইন) ফিরে আসছেন তাদের নিজেদের চরিত্রে। তবে এন্ডগেমে কেসি ল্যাং হিসেবে অভিনয় করা এমা ফারম্যান থাকছেন না এখানে। তার পরিবর্তে ক্যাসি হিসেবে দেখা যাবে ক্যাথরিন নিউটনকে। সিনেমার প্রধান ভিলেন হিসেবে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে আগমন ঘটল ক্যাং দ্য কনকোয়ারারের। এ চরিত্রে অভিনয় করবেন জোনাথন মেজরস।

ফিরছেন মূল চরিত্রের সবাই, Image source: Marvel

পেইটন রিড মুভিটি পরিচালনা করবেন, তবে এখনো মুক্তির সম্ভাব্য তারিখ জানানো হয়নি।

ব্ল্যাক প্যান্থার টু

আবার আসছে ব্ল্যাক প্যান্থার; Image source: Marvel

‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমার সিক্যুয়েল নিয়ে কথা বলার সময় কেভিন ফাইগি স্মরণ করেন, ক্যান্সারের সাথে লড়াই করে অসময়ে চলে যাওয়া চ্যাডউইক বোসম্যানকে। তার প্রতি সম্মান রেখেই টি চালা চরিত্রে নতুন কোনো অভিনেতাকে নেয়া হবে না বলে জানিয়েছেন তিনি। ব্রায়ান কুগলার এই মুভিটি পরিচালনা করবেন, যা মুক্তি পাবে ২০২২ সালের ৮ জুলাই।

এবং অবশেষে, ফ্যান্টাস্টিক ফোর

মার্ভেল স্টুডিওর ফ্যান্টাস্টিক ফোর; Image source: marvel

গত বছর ডিজনি যখন ফক্সকে কিনে নেয়, তখন মার্ভেল স্টুডিও আবার ফিরে পায় জনপ্রিয় এক্স ম্যান এবং ফ্যান্টাস্টিক ফোরকে। মার্ভেলের প্রথম পরিবার খ্যাত সেই ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিনেমা আসছে খুব দ্রুতই। এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন জন ওয়াটস, যিনি এর আগে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে তিনটি স্পাইডার-ম্যান মুভি পরিচালনা করেছেন।

This is a Bangla article. It discusses the recent announcement of upcoming Marvel series and movies by Kevin Feige.

Necessary references are hyperlinked inside the article. 

Featured Image: Marvel

Related Articles