সিনেমাটির গল্প স্বপ্নে বিভোর দুই তরুণ-তরুণীকে ঘিরে। তাদের পরিচয় হয়েছিল ঘটনাক্রমে, দুজনেই ভিন্ন জগতের মানুষ এবং তাদের স্বপ্নও ছিল ভিন্ন। ছেলেটি (সেবাস্তিয়ান) স্বপ্ন দেখে হারিয়ে যাওয়া জ্যাজ মিউজিককে আবার বাঁচিয়ে তোলার, আর কফি শপে কাজ করা মেয়েটির (মিয়া) স্বপ্ন, সে নামকরা অভিনেত্রী হবে। তবুও পরিচয়ের পর এক-অপরকে যখন তারা বুঝতে পারে, তাদের স্বপ্নগুলো যেন মিলেমিশে এক হয়ে যায়। ধীরে ধীরে ভালোলাগার সূচনা হয়, একসময় ভালোলাগা পরিণত হয় ভালোবাসায়। তারা হয়ে ওঠে পরস্পরের প্রেরণার শক্তি। সেই প্রেম আর বাস্তবতার কঠিন দ্বন্দ্ব নিয়েই ড্যামিয়েন শেজেল সাজিয়েছেন তার ‘লা লা ল্যান্ড’।