মিউজিক বিজনেসে নিজেকে প্রতিষ্ঠিত করতে লুইনকে রীতিমতো দুঃসাহসিক অডিসিতেই নামতে হয়। আর মিউজিক বা সংগীত আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে অঙ্গাঅঙ্গীভাবে। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা যেকোন মানবীয় বোধের সময় আমরা গান শুনি৷ তাই সংগীতশিল্পী হই বা না হই, গান বা এই শিল্প সম্পর্কে আমরা কিছু না কিছু জানি। এছাড়া আমরা সবাই জীবনের স্রোতে বহমান, সবাই কোন না কোনভাবে এই যাত্রায় প্রতিষ্ঠিত হতে চাচ্ছি, চাচ্ছি পায়ের তলায় মাটি খুঁজে পেতে। এসব বিষয় নিয়ে কোয়েন ব্রাদার্স এমন একটি গল্প ফেঁদেছেন যেটি দর্শকের কাছে বাস্তবিকভাবে ধরা দেয়।