বছর চারেক পর গত ২৫ জানুয়ারি, ২০২৩-এ মুক্তি পেল বহুল প্রতীক্ষিত শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। সিনেমার ট্রেইলার প্রকাশিত হওয়ার আগে থেকেই নানা ধরনের বিতর্ক চলতে থাকে। কিন্তু ডিসেম্বর, ২০২২-এ ‘বেশরম রঙ’ গানটি প্রকাশের পর বিতর্ক চলে যায় চূড়ান্ত পর্যায়ে।
গানটিতে দীপিকার পরিহিত স্যাফরন বা গেরুয়া রঙের পোশাকটি বেশরম রঙ হিসেবে তুলে ধরা হয়েছে বলে মনে করেন বিভিন্ন রাজনীতিবিদ এবং গুরুরা। হিন্দু পুরাণ মতে, গেরুয়া রঙ সূর্যাস্ত এবং আগুনের প্রতীক। ভারতীয় গুরুরা এই রঙের কাপড় পরে থাকেন। রঙটির হিন্দুধর্মের প্রতীক হিসেবে গানটিতে অশালীন নাচ এবং বেশরম শব্দটির মাধ্যমে অবমাননা করা হয়েছে বলে দাবি করেন অনেকে।
ভারতের মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র গানটিকে আপত্তিকর হিসেবে মন্তব্য করে টুইট করেন। এছাড়াও তিনি ‘সঠিক বেশভূষায়’ গানটিকে পুনরায় ধারণ করার নিবেদন করেন। মধ্যপ্রদেশের পর অযোধ্যার রাস্তায় রাস্তায় প্রতিবাদ করেন সাধুরা। সিনেমার পোস্টার পোড়ানোসহ সিনেমাটি বয়কটের দাবি করেন তারা। অযোধ্যার জগদ্গুরু পরমহংস আচার্য শাহরুখকে পুড়িয়ে মারার হুমকি দেন। এছাড়াও অযোধ্যার সিনেমাহলে দেখানো হলে সেটিও পুড়িয়ে ফেলবেন বলে মন্তব্য করেন।
শাহরুখ খান সোশ্যাল মিডিয়ার তিক্ততা এবং ধর্মীয় সংকীর্ণতা থেকে দূরত্ব বজায় রেখে সুস্থ চিন্তাধারার আহবান জানান। তিনি মনে করেন, সিনেমার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখন।
সিনেমা নিয়ে ধর্মীয় মনোভাবে আঘাত লাগা নতুন নয়। বলিউডের আরো অনেক সিনেমা নিয়েই ধর্মীয় গুরুরা আপত্তি জানিয়েছেন বিভিন্ন সময়ে। লাল সিং চাড্ডা, পিকে, ওহ মাই গড সিনেমাসহ ওয়েব সিরিজ আশ্রম, স্যাকরেড গেমস ইত্যাদি নিয়ে বিতর্ক উঠেছে। বিভিন্ন রাজনৈতিক নেতাও এসব বিতর্কে শামিল হয়েছেন।
দীর্ঘদিন পর সিনেমার পর্দায় শাহরুখের পদার্পণে মুখরিত সবাই। বক্স অফিস ভেঙে পড়ছে ভক্তদের ভিড়ে। অ্যাকশন, টুইস্ট এবং সালমান খানের ক্যামিওর পাঠান যেন সবার মুখে মুখে এখন। এই সফলতার কিছুটা প্রভাবক কি গেরুয়া রং বিতর্ক নয়?
রঙ গুরুত্বপূর্ণ বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন রূপে। পাঠানকে ঘিরে বিতর্কে প্রশ্ন উঠেছে শিল্পীদের সৃজনশীলতার স্বাধীনতা নিয়ে। অন্য কোনো রঙের পোশাক দীপিকা পরলে তবে এই বির্তক উঠত না? কেননা, ভারতে সবুজ মুসলিমদের প্রতীক, হিন্দুধর্মে নীল শিবের রঙ, কালো তো কৃষ্ণেরই!