রাজনীতি, ক্ষমতালিপ্সা, জাদুবিদ্যা, পরোপকারিতা, সহনশীলতা, বন্ধুত্ব, এবং ভালোবাসার এক অনুপম মিশ্রণে হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির গল্প বুনেছেন জে. কে. রোলিং। শুরুতে অনেকেরই মনে হয়েছে, হ্যারির সাথে শেষমেশ হারমায়োনির মিলন হবে। ভাবাটাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অনেকের ইচ্ছাই মনঃপূত হয়নি। তেমনি, প্রথমে সেভেরাস স্নেইপ সকলের বিরাগের পাত্র হলেও, ক্লাইম্যাক্সে প্রেমিকপুরুষ সেভেরাসের জন্যই চোখের জল ফেলেছে সবাই।
সিনেমা দেখা কিংবা বই পড়া, দুই জায়গাতেই অনেকের অনুসন্ধিৎসু মনে হয়তো প্রশ্ন উঁকি দিয়েছে, জেমস পটারের বদলে সেভেরাস স্নেইপের সাথে লিলির বিয়ে হলে তখনের অবস্থাটা কেমন দাঁড়াত? তখন কি হ্যারির মতো কোনো ‘চোজেন ওয়ান’ থাকত? ভলডেমর্ট আর হ্যারি কি অন্তিম যুদ্ধে অবতীর্ণ হতো? জেমস পটার আর তার সাথী মারাউডার্সেরই বা কী হতো তখন? এই সকল প্রশ্নের সম্ভাব্য উত্তর এবং সম্ভাবনা তুলে ধরা হবে আজকের এই আলোচনায়।
৯ জানুয়ারি, ১৯৬০। মাগল বাবা টবিয়াস স্নেইপ আর পিওর ব্লাড উইচ এইলিন প্রিন্সের ঘরে স্পিনার্স এন্ড শহরের এক গলি-ঘুপচিতে জন্ম নেন সেভেরাস স্নেইপ। রূঢ় আচরণের অধিকারী টবিয়াস সর্বদাই সেভেরাস এবং তার মায়ের উপর অত্যাচার চালাত। তাদের পরিবারের আর্থিক অবস্থাও তেমন সুবিধার ছিল না। তাই শৈশবটা এত সুখে কাটেনি সেভেরাসের। লিলি ইভান্স এবং তার পরিবার একই শহরে বসবাস করায় বাল্যকালেই লিলির সাথে বন্ধুত্ব গড়ে ওঠে সেভেরাসের। একসময় লিলিকে বড্ড পছন্দ করে ফেলে সে।
হগওয়ার্টসে ভর্তির পর সেভেরাস নির্বাচিত হয় হাউজ স্লিদারিন আর লিলি ইভান্স যায় হাউজ গ্রিফিন্ডরে। একসময় স্নেইপ ডার্ক আর্টস আর লর্ড ভলডেমর্টের দিকে ঝুঁকে যাওয়ায় লিলির সাথে আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকে তার। ওদিকে ডাম্বলডোরের সমর্থন এবং ভালো কাজের জন্য জেমসের প্রতি আকৃষ্ট হয় লিলি। ফলে, একসময়কার প্রাণপ্রিয় বাল্যবন্ধু সেভেরাসের সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন হয়ে যায় লিলির।
স্নেইপের সবচেয়ে বড় সমস্যা ছিল, সে হয়তো নিজের মনের ভাবাবেগ কখনো লিলিকে খুলেই বলেনি, এবং হগওয়ার্টসে ভর্তির পর সে লিলির বিশ্বাস এবং ভালোবাসা, কোনোটাই অর্জনের চেষ্টা করেনি। লিলি-জেমস বিয়ের পিড়িতে বসার পর তাদের কোল আলো করে আসে ছোট্ট হ্যারি পটার। সিবিল ট্রিলনি কর্তৃক যে ভবিষ্যদ্বাণী হয়েছিল, সেটা নেভিল আর হ্যারি দুজনের উপর বর্তায়, ভলডেমর্ট হ্যারিকে বেছে নেয়, এবং সেই লড়াইয়ে ভলডেমর্ট মারা যায়।
সিনেমা বা বইয়ে দেখানো এই কাহিনি আমরা সকলেই জানি। শুধু সিনেমা দেখা অনেক হ্যারি পটার ভক্ত হয়তো এই কাহিনিতে কিছুটা নাখোশ। কারণ, তাদের কাছে জেমস পটার ছিল এক উৎপীড়ক, আর লিলি জেমসের আকর্ষণে সেভেরাসকে ছেড়ে দিয়েছে ইত্যাদি। কিন্তু হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির বইগুলো বলছে অন্য কথা। সে বিষয়ে পরে একদিন আলাপ করা যাবে।
মূল আলোচনায় ফিরে আসা যাক। কী হতো যদি লিলি ইভান্স জেমস পটারের বদলে সেভেরাস স্নেইপকে বেছে নিত?
ধরি, লিলি জেমসের বদলে সেভেরাসকে বেছে নিয়েছে। সেভেরাসের প্রতি লিলির সমর্থন থাকায় সেভেরাস ডার্ক ম্যাজিক কিংবা ভলডেমর্টের দ্বারস্থ হয়নি। বরং, লিলির সাথে থেকে সে অ্যালবাস ডাম্বলডোরের ছায়াতলে চলে আসে। এখন জেমস আর সেভেরাস একইসাথে ডাম্বলডোরের দলে কাজ করবে, যেটা ছিল মোটামুটি অসম্ভব।
তাহলে এখানে মোট তিনটি সম্ভাবনা দাঁড়াচ্ছে।
সম্ভাবনা ১
জেমস পটার পিটার পেটিগ্রু, রেমাস লুপিন এবং সিরিয়াস ব্ল্যাককে নিয়ে ভলডেমর্টের ডেথ ইটার সংঘে শামিল হয়ে যাবে। আসা যাক সিরিয়াস ব্ল্যাকের ব্যাপারে। তার পুরো ব্ল্যাক পরিবারই লর্ড ভলডেমর্টের আদর্শে অনুপ্রাণিত, এবং সে ছিল পিওর ব্লাড উইজার্ড। নিজ পরিবারের ‘বিশুদ্ধ রক্তমর্যাদা’ মতাদর্শের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তাকে তাদের ফ্যামিলি ট্রি থেকেই মুছে ফেলা হয়েছিল। এ থেকে বোঝা যায়, তার পুরো পরিবার ব্লাড সুপ্রিমেসিতে কতটুকু স্পর্শকাতর। তাই তাকে ডেথ ইটার বানানো কোনো কঠিন কাজ ছিল না।
রেমাস লুপিন ছিল একজন ওয়্যারওল্ফ। সে ছাড়া বাকি সব ওয়্যারওল্ফ ছিল ভলডেমর্টের পক্ষে। তাই, সে-ও সহজেই যোগ দিয়ে দিত। বাকি রইলো পিটার পেটিগ্রু। সে তো স্বেচ্ছায়ই ভলডেমর্টের গুপ্তচর হিসেবে কাজ করত। আর পিওর ব্লাড হবার দরুন জেমসকেও নিজের দলে নিয়ে নিত ভলডেমর্ট। আর যেহেতু স্নেইপের জন্য জেমস লিলিকে পায়নি, তাই সে স্বভাবতই স্নেইপের বিরোধী দলে যোগ দিত।
এই চারজন ভলডেমর্টের ডেথ ইটার সংঘে যোগ দিলে স্বাভাবিকভাবেই তারা ডাম্বলডোরের সংগঠন অর্ডার অব দ্য ফিনিক্সের বিরুদ্ধে চলে যেত। তারা সকলেই ছিল তুখোড় জাদুকর এবং অ্যানিম্যাগাস (ইচ্ছানুযায়ী জন্তুর রূপ ধরতে পারত), ফলে অর্ডার অব দ্য ফিনিক্সের শক্তিমত্তার পাল্লা অনেকটাই হালকা হয়ে যেত।
সম্ভাবনা ২
ধরি, ভলডেমর্টের ডেথ ইটার সংঘে যোগ না দিয়ে সকলেই ডাম্বলডোরের অর্ডার অব দ্য ফিনিক্সের সাথেই থাকল। এর ফলে জেমস আর স্নেইপের শত্রুতা বহুলাংশে বেড়ে যেত, সারাক্ষণ একে অন্যের সাথে ঝগড়ায় মেতে থাকত। এদের শান্ত করতে ডাম্বলডোরকে অনেক ঝামেলায় পড়তে হতো।
সম্ভাবনা ৩
আর দুই সম্ভাবনাকে মাথায় রেখেই সামনে এগোনো যাক। ধরি, ডার্ক লর্ডের পতন সম্পর্কে সিবিল ট্রিলনি ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন। যথারীতি লিলি-স্নেইপের ঘরে সন্তানের জন্ম হলো। ভবিষ্যদ্বাণী অনুসারে, ভলডেমর্টকে মারতে হলে ওই সন্তানকে জন্ম নিতে হবে সপ্তম মাস জুলাইয়ের শেষে। নেভিল জন্মেছিল ৩০ জুলাই আর হ্যারি জন্মেছিল ৩১ জুলাই। কিন্তু লিলি-স্নেইপের ঘরে হ্যারি যে ৩১ জুলাই জন্ম নিতো, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ, বাটারফ্লাই ইফেক্ট আর টাইম প্যারাডক্সের ব্যাপার-স্যাপার আছে। তর্কের খাতিরে ধরে নিই, ৩১ তারিখই জন্ম হলো হ্যারির।
ভবিষ্যদ্বাণী ছিল, যার মা-বাবা ভলডেমর্টের বিরুদ্ধে তিনবার লড়ার পরেও বেঁচে গিয়েছে, তাদের ছেলেই হবে দ্য চোজেন ওয়ান। ধরি, স্নেইপ-লিলি তিনবার মুখোমুখি হয়েছে ডার্ক লর্ডের। নেভিলের মা-বাবার ক্ষেত্রেও এমনটা হয়েছে। এবং সেভেরাস স্নেইপ হাফ-ব্লাড হওয়ায় হ্যারিকেই মারার জন্য বেছে নিয়েছে ভলডেমর্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ভবিষ্যদ্বাণীর শেষে বলা আছে, ভলডেমর্ট ওই ছেলেকে নিজেই বেছে নেবে, এবং তাকে বরাবর মানবে। মূল গল্পে বলা আছে, গরীব হওয়ায় একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছিল স্নেইপ। তখন সে লুকিয়ে থেকে ট্রিলনিকে ডার্ক লর্ডের পতন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে শোনে। সেই ভবিষ্যদ্বাণী স্নেইপ ভলডেমর্টকে সাফ জানিয়ে দেয়। এখানে স্নেইপের জায়গায় জেমস থাকলে কী হতো?
পারিবারিক সূত্রে জেমস ছিল অঢেল সম্পত্তির মালিক। তাই চাকরির জন্য তাকে ঘুরতে হতো না। ফলে চুপিসারে ভবিষ্যদ্বাণী শোনার সম্ভাবনাও কমে যায়। যদি ভাগ্যক্রমে সে শুনেও ফেলত, আর যদি সে অর্ডার অব দ্য ফিনিক্সের সদস্য হতো, তাহলে ভলডেমর্টকে ওই ভবিষ্যদ্বাণীর কথা বলত না জেমস। কিন্তু একজন ডেথ ইটার হলে সেভেরাসের মতো জেমসও ভবিষ্যদ্বাণী বলে দিত ডার্ক লর্ডকে।
তারপর ঘুরে-ফিরে সেই একই কাহিনি। ভলডেমর্ট মারার জন্য হ্যারি বেছে নেবে। নিজের ভালোবাসার জন্য জেমস ভলডেমর্টকে অনুরোধ করবে লিলিকে প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য। জেমসের করজোড়ের অনুরোধ ভলডেমর্ট রাখলে প্রথমে সে লিলির স্বামী স্নেইপকে মারত, তারপর লিলিকে বাঁচার সুযোগ দিয়ে হ্যারিকে মেরে ফেলতে চাইত। কিন্তু স্বাভাবিকভাবেই হ্যারিকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিত মা লিলি পটার। হ্যারি হয়ে যেত জাদুজগতের সেই বিখ্যাত ‘চোজেন ওয়ান’। বাদবাকি গল্প আগের মতোই। হ্যারিকে রেখে আসা হতো তার আন্টি পেটুনিয়ার কাছে। জেমস হয়তো হগওয়ার্টসে শিক্ষক হিসেবে রয়ে যেত, হ্যারিকে চোখের আড়াল থেকে নানাভাবে সুরক্ষা দিত, এবং শেষমেশ হ্যারির জন্য নিজের জীবন বিলিয়ে দিত। শুধু জেমসের জায়গায় স্নেইপ, স্নেইপের জায়গায় জেমস।
তবে, হ্যারিকে তার আন্টি পেটুনিয়ার কাছে না রেখে স্নেইপের পরিবারে রেখে আসলেও কাহিনিতে তেমন গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি। কারণ, স্নেইপ পরিবারের দুর্দশার কথা আগেই বর্ণনা করা হয়েছে। সেভেরাস যে পরিমাণ নির্যাতন ভোগ করেছে, হ্যারিকেও হতে হতো একই পথের পথিক। ঘুরে-ফিরে হ্যারিকে শারীরিক ও মানসিক অত্যাচার সহ্যই করতে হতো।
তবে হগওয়ার্টসের চৌকাঠ মাড়ানোর পর হ্যারির ভেতর কিছু পরিবর্তন আসত। যেহেতু সে পার্সলটাঙ, ভলডেমর্টের আত্মার অংশ তার ভেতরে আছে, আর পিওর ব্লাড হওয়ায় স্বাভাবিকভাবেই সর্টিং হ্যাট তাকে গ্রিফিন্ডরের বদলে হাউজ স্লিদারিনে দিয়ে দিত। নেভিল, রন, হারমায়োনির বদলে তার বন্ধু তালিকায় যুক্ত হতো ড্র্যাকো, গয়েলরা। আর তাদের সাথে মেশার ফলে সে কালোজাদু রপ্ত করা শিখত।
জাদুজগতে তাহলে ভলডেমর্টের কী অবস্থা হতো? চারজন অ্যানিম্যাগাস, চৌকশ জাদুকর তার পক্ষে থাকত, ফলে জয়ের পাল্লা কিছুটা হলেও ভলডেমর্টের দিকে ঝুঁকে থাকত। জাদু জগতের প্রথম মহাযুদ্ধে ভলডেমর্ট হারত কি না, তা-ও নিশ্চিতভাবে বলা যায় না। যদি স্নেইপ ভলডেমর্টের দলে থাকত, আর জেমস অর্ডার অব দ্য ফিনিক্সের পক্ষে, তাহলে ডার্ক লর্ড পতনের ভবিষ্যদ্বাণীই ভুল প্রমাণিত হতো। কারণ, একই পক্ষে থেকে নিজের মালিকের বিরুদ্ধে লড়ত না স্নেইপ।
যে সমর্থন এবং পিতৃতুল্য মায়া-মমতা লুপিন আর সিরিয়াসের থেকে পেয়েছে হ্যারি, যেমন- প্যাট্রোনাস তৈরি করে ডিমেন্টর তাড়ানো, R.A.B এর পরিচয় উদ্ঘাটন, হরক্রাক্স খুঁজে ধ্বংস করা, এসবের কিছুই সম্ভব হতো না। গড্রিক হলোতে শিশু হ্যারিকে মারতে গিয়ে শরীর খোয়ালেও হরক্রাক্সের সাহায্যে পূর্ণোদ্যমে ফিরে আসত ভলডেমর্ট। ফলে বইয়ের এত চমকপ্রদ কাহিনি এবং ক্লাইম্যাক্সের পুরোটাতেই পড়ত ভাটা। তাই লিলি জেমসকে বেছে নেওয়াই ছিল হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির অন্যতম গুরুত্বপূর্ণ এক অংশ, এবং এর ফলেই জে. কে. রোলিং পুরো কাহিনিকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন।