উগান্ডায় যেভাবে যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হলো চীন
উগান্ডায় একটি তেলের খনি আবিষ্কার হওয়ার পর থেকেই সেখানে তেল শোধনাগার নির্মাণের জন্য দৌঁড়ঝাপ শুরু করে বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি। তবে সবগুলোর কোম্পানির মধ্যে এগিয়ে ছিল মাত্র তিনটি। এর দুইটি চীনের আর অন্যটি যুক্তরাষ্ট্রের। প্রথমে চীনা কোম্পানি কাজ পাওয়ার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে এসে শোধনাগার নির্মাণের কাজ পায় আমেরিকান কোম্পানি।