Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস ২০১৮

  • সর্বোচ্চ পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ সিনেমাটি
  • শ্রেষ্ঠ সিনেমার জন্য না পেলেও শ্রেষ্ট পরিচালকের পুরস্কার পেয়েছেন গিয়ের্মো দেল তোরো, ‘দ্য শেপ অব ওয়াটার’ সিনেমার জন্য

বাফটাকে বলা হয় ব্রিটিশদের অস্কার। আর গত রোববার রাতে লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল ২০১৮ সালের ব্রিটিশ একাডেমি ফিল্ম এওয়ার্ডস তথা বাফটা। সেদিন যেন মেলা বসেছিল ব্রিটিশ সিনেমা, হলিউড, এমনকি রাজপরিবারের বড় বড় মহারথীদের।

© Maja Smiejkowska

সম্ভবত ডিউক এবং ডাচেস অফ কেমব্রিজকে ঘিরেই রয়্যাল আলবার্ট হলে সবচেয়ে বেশি গুঞ্জনের সৃষ্টি হয়েছিল। আর এর কারণ ছিল কেট মিডলটন (ডাচেস অফ কেমব্রিজ) কালো রঙের পোশাক পরিধান করে উপস্থিত হননি। উচ্চপদস্থ সেসব ব্যক্তির তিনিও একজন, যিনি কিনা টাইমস আপ আন্দোলন এবং যৌন হয়রানির ভুক্তভোগীদের সাথে একাত্মতা ঘোষণা করে কালো রঙের পোশাক পরিধান থেকে বিরত থেকেছেন। অ্যাঞ্জেলিনা জোলি, জেনিফার লরেন্স, মার্গট রবি, এলিসন জ্যানেই, সুরশা রোনান, অক্টাভিয়া স্পেনসার এবং লুপিতা নিয়ংগোদের মতো বড় তারকারাও সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের সকলের পরিধেয় পোশাক ছিল কালো রঙের।

‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ সিনেমার কলাকুশলীবৃন্দ © Mike Marsland/gettyimages

এদিকে মূল অনুষ্ঠানে সবাইকে অবাক করে দিয়ে করে দিয়ে সবচেয়ে বেশি পুরষ্কার বাগিয়ে নিয়েছে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’। বোঝাই যাচ্ছে, এবারের অস্কারে ভালোই প্রভাব ফেলবে সিনেমাটি। যদিও অনেকে অপেক্ষা করে বসে আছেন ‘দ্য শেপ অব ওয়াটার’ এর ঘরে অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরষ্কার উঠার। কিন্তু সে পথে বিরাট কাঁটা হয়ে দাঁড়ালো মার্টিন ম্যাকডোনাহর ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’।

চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক, বাফটা অ্যাওয়ার্ডস বিজয়ীদের উপর-

  • শ্রেষ্ঠ চলচ্চিত্র: থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি
  • শ্রেষ্ঠ অভিনেতা: গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
  • শ্রেষ্ঠ অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি)
  • শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী: অ্যালিসন জেনি (আই, টনিয়া)
  • শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা: স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
  • শ্রেষ্ঠ পরিচালক: গিয়ের্মো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)
  • দর্শকদের বিচারে শ্রেষ্ঠ উদীয়মান তারকা: ড্যানিয়েল কালুইয়া (গেট আউট)
  • শ্রেষ্ঠ নবাগত লেখক, পরিচালক অথবা প্রযোজক: আই অ্যাম নট অ্যা উইচ
  • অন্য ভাষায় শ্রেষ্ঠ ছবি: দ্য হ্যান্ডমেইডেন
  • শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র: আই অ্যাম নট ইউর নিগ্রো
  • শ্রেষ্ঠ অ্যানিমেটেড চলচ্চিত্র: কোকো
  • শ্রেষ্ঠ অরিজিনাল স্ক্রিনপ্লে: থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি
  • শ্রেষ্ঠ অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে: কল মি বাই ইওর নেম
  • শ্রেষ্ঠ অরিজিনাল মিউজিক: আলেক্সান্ডার দিপলা (দ্য শেপ অব ওয়াটার)
  • শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি: রজার ডিকিন্স (ব্লেড রানার ২০৪৯)
  • শ্রেষ্ঠ সম্পাদনা: বেবি ড্রাইভার
  • শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন: দ্য শেপ অব ওয়াটার
  • শ্রেষ্ঠ পোশাক ডিজাইন: মার্ক ব্রিজেস (ফ্যান্টম থ্রেড)
  • শ্রেষ্ঠ মেকআপ: ডেভিস মেলিনোসস্কি, ইভানা প্রিমোরাটজ, লুসি সিবিক, কাজুহিরো থুজি (ডার্কেস্ট আওয়ার)
  • শ্রেষ্ঠ স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্ট: ব্লেড রানার ২০৪৯
  • শ্রেষ্ঠ ব্রিটিশ শর্ট অ্যানিমেশন: পোলস অ্যাপার্ট
  • শ্রেষ্ঠ ব্রিটিশ শর্ট চলচ্চিত্র: কাউবয় ডেভ

ফিচার ইমেজ: বাফটা

Related Articles