বরাবরের মতো এবারও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে পর্দা উঠলো অস্কারের। এবং এর মধ্য দিয়ে অস্কার ৯০ বছর অতিক্রম করলো।
এ বছর সবচেয়ে বেশি নমিনেশন পেয়েছিল পরিচালক গিয়ের্মো দেল তরোর ‘দ্য শেপ অব ওয়াটার’ সিনেমাটি (১৩)। বাগিয়েও নিয়েছে চারটি পুরস্কার। অন্যদিকে ক্রিস্টোফার নোলানের ডানকার্ক জিতেছে তিনটি অস্কার। আর এবারই প্রথমবারের মতো অস্কার জিতলেন হলিউডের সবচেয়ে আন্ডাররেটেড অভিনেতা গ্যারি ওল্ডম্যান এবং সবার প্রেডিকশন অনুযায়ী শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার শোভা পেয়েছে ফ্রাঞ্চেস ম্যাকডরম্যান্ডের হাতে।
চলুন চোখ বুলিয়ে নেয়া যাক সম্পূর্ণ তালিকার উপর-
- শ্রেষ্ঠ চলচ্চিত্র― দ্য শেইপ অব ওয়াটার
- শ্রেষ্ঠ পরিচালক― গিয়ের্মো দেল তরো (দ্য শেপ অফ ওয়াটার)
- শ্রেষ্ঠ অভিনেতা― গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
- শ্রেষ্ঠ অভিনেত্রী― ফ্রাঞ্চেস ম্যাকডরম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী― অ্যালিসন জেনি (আই, টনিয়া)
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা― স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
- শ্রেষ্ঠ অভিযোজিত চিত্রনাট্য― কল মি বাই ইউর নেম
- শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য― গেট আউট
- শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার সিনেমা― কোকো
- শ্রেষ্ঠ বিদেশী ভাষার সিনেমা― অ্যা ফ্যান্টাসটিক ওম্যান (চিলি)
- শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিচার সিনেমা― ইকারাস
- শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি- হেভেন ইজ অ্যা ট্র্যাফিক জ্যাম অন ৪০৫― ফ্রাঙ্ক স্টিফ
- শ্রেষ্ঠ লাইভ অ্যাকশন শর্ট সিনেমা― দ্য সাইলেন্ট চাইল্ড (ক্রিস অভারটন এবং র্যাচেল শেনটন)
- সেরা সিনেমাটোগ্রাফি― রজার এ. ডিকিন্স (ব্লেড রানার: ২০৪৯)
- চিত্রগ্রহণ― ব্লেড রানার ২০৪৯
- রূপ ও চুলসজ্জা― ডার্কেস্ট আওয়ার
- মৌলিক সুর― দ্য শেপ অব ওয়াটার
- মৌলিক গান― রিমেম্বার মি
- সম্পাদনা― ডানকার্ক
- শিল্প নির্দেশনা― দ্য শেপ অব ওয়াটার
- শব্দ সম্পাদনা― ডানকার্ক
- শব্দমিশ্রণ― ডানকার্ক
- ভিজ্যুয়াল ইফেক্টস― ব্লেড রানার ২০৪৯
- পোশাক পরিকল্পনা― ফ্যান্টম থ্রেড
এবারের অস্কার বিতরণ নিয়ে তেমন অভিযোগ করেননি কেউই। তবে অনেকের ধারণা ছিল, এবার শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারটি যাবে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ এর ঘরে। সবাইকে হতাশ করে পুরস্কারটি নিজের করে নিয়েছে ‘দ্য শেপ অব ওয়াটার’।
ফিচার ইমেজ © Reuters