ভ্যাম্পায়ার সিনড্রোম: সূর্যের আলো যার কাছে বিষের চেয়েও মারাত্মক
এই রোগের নাম ‘ভ্যাম্পায়ার সিনড্রোম’, যাকে অন্যভাবে বলা যায় ‘পোরফেরিয়া’। একে রোগ হিসেবে চিহ্নিত না করে জেনেটিক ডিসঅর্ডার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। অনেকে বলে থাকেন এই ডিসঅর্ডার মূলত বংশগত রোগ। তবে এতে রয়েছে ভিন্নমতও। বিরল এই রোগটি গড়ে প্রতি দশ লাখ মানুষের মধ্যে একজনের হয়ে থাকে।