কুশিং ডিজিজ: কারণ, লক্ষণ ও প্রতিকার
পিটুইটারি গ্রন্থি নিঃসৃত ACTH হরমোন মানবদেহে কর্টিসল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। কোনো কারণে পিটুইটারি গ্রন্থিতে টিউমার জন্ম নিলে ACTH এর নিংসরণ অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। ফলে এই অতিরিক্ত ACTH অ্যাড্রেনাল গ্রন্থিকে কর্টিসল নিঃসরণ করতে উদ্দীপ্ত করে। তখনই ব্যক্তি কুশিং ডিজিজে অাক্রান্ত হয়েছেন বলে ধরা হয়।