অণুজীববিজ্ঞানের পরিসরে এক শ্রেণির পরজীবীই রয়েছে যারা সুবিধাবাদী। এরা সর্বত্র বিরাজমান, কিন্তু পোষকদেহের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে বিশেষ সুবিধা করে উঠতে পারে না বিধায় এরা সেখানে নম্র, ভদ্র, অক্ষতিকর হিসেবে অবস্থান করে থাকে। তেমনি সুযোগের অভাবে সৎ থাকা বেশ কিছু সুবিধাবাদী ছত্রাকও রয়েছে এ তালিকায়। মানবদেহে রোগ সৃষ্টিকারী সুবিধাবাদী ছত্রাকের সংখ্যা খুব বেশি নয়। তবে এগুলোর মাঝে অন্যতম হলো আমাদের আলোচ্য ‘মিউকরমাইকোসিস’-র জন্য দায়ী ‘মিউকর’ ছত্রাকটি।