চিকিৎসাবিজ্ঞানের অতীত থেকে (পর্ব-২): ইঁদুর মারার বিষ থেকে জীবন রক্ষাকারী ওষুধ
বেচারার গবাদিপশুগুলো কী এক অজানা কারণে মারা যাচ্ছে। হঠাৎ করে রক্তপাত শুরু হয়, যা মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এই রোগকে সুইট ক্লোভার ডিজিজ (sweet clover disease) বলে স্থানীয় পশু চিকিৎসকেরা নামকরণ করেছেন, কিন্তু তাদের উপর কার্লসনের আস্থা নেই।
জীবন রক্ষাকারি ঔষধের মাঝে ওয়ারফেরিন একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কিন্তু এই ওয়ারফেরিনের সূচনা হয়েছিল ইঁদুর মারার বিষ হিসেবে। পরবর্তীতে দেখা গেল মানব শরীরে দুরারোগ্য রোগের চিকিৎসায় ওয়ারফেরিনের ভূমিকা রয়েছে।