মিখিয়েল ডি রুইটার (পর্ব-১৬): শনভেল্ডের সংঘর্ষ
ইতিহাস আমাদেরকে অনেক দুঃসাহসী নৌ সেনাপতির কথা বলে। তাদের মাঝে ডাচ অ্যাডমিরাল মিখিয়েল ডি রুইটার একটু আড়ালেই পড়ে যান। তবে নৌ ইতিহাস বিশেষজ্ঞদের কাছে তিনি অদ্যাবধি অন্যতম সেরা অ্যাডমিরালদের একজন। তার কীর্তিময় জীবন নিয়েই এই সিরিজ।