প্রাচীন মিশরীয় সভ্যতায় নাচ ও গানের ভূমিকা
প্রাচীন মিশরীয় সমাজের বিভিন্ন স্তরেই সঙ্গীতজ্ঞের প্রাচুর্য ছিল। তন্মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হতো মন্দিরে কর্মরত সঙ্গীতজ্ঞদের। উৎসবের সময় শিল্পীরা দেবতাদের মূর্তির সাথে শোভাযাত্রায় অংশগ্রহণ করে, নাচ-গানে অংশগ্রহণের পাশাপাশি বাদ্যযন্ত্রও বাজাতেন।