দ্য লিভারপুল ইফেক্ট: ইংলিশ বন্দর নগরীতে মুসলিম বসতির ইতিহাস
তাই তো বর্তমানে এই শহরের সবচেয়ে বিখ্যাত বাসিন্দা যে মানুষটি, তিনি একজন পেশাদার ক্রীড়াবিদ। তার নাম মোহাম্মদ ‘মো’ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ফুটবল ক্লাবের তারকা মিডফিল্ডার তিনি। এছাড়াও আন্তর্জাতিক ফুটবলে তিনি মাঠ কাঁপান মাতৃভূমি মিশরের জার্সি গায়ে।