যুক্তরাষ্ট্রের ইতিহাস নিয়ে কথাবার্তা বলতে গেলে প্রায় অবধারিতভাবে ল্যাটিনো, ল্যাটিনেক্স, হিস্প্যানিক, চিকানো এই শব্দগুলো চলে আসে। একটি শব্দ মানুষের মুখে উচ্চারিত হতে হতে একটা সময়ে এসে ব্যবহারে এতটা সাবলীল, স্বাভাবিক হয়ে আসে যে এর উৎপত্তি নিয়ে একেবারেই প্রশ্ন জাগে না। এই শব্দগুলো দিয়ে যুক্তরাষ্ট্রের জনসংখ্যার প্রায় ১৮% মানুষকে নির্দেশ করা হয়। কখনও ভেবে দেখেছেন কি এই শব্দগুলোর উৎস কী? আজকের আলোচনায় থাকছে এসব শব্দের পেছনের ইতিহাস নিয়ে কথাবার্তা।