সম্রাট আকবরের বিরুদ্ধে বাংলায় মুঘল বিদ্রোহ: স্বাধীন বাংলা সরকার গঠন
আকবরকে সিংহাসনচ্যুত করার পরিকল্পনাটা বেশ বাস্তবসম্মত। ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারলে কিছুদিনের মাঝেই মির্জা মুহাম্মদ হাকিম মুঘল সম্রাট হিসেবে মসনদে বসতে যাচ্ছেন। আকবরের সামনে প্রশ্ন হচ্ছে, সীমান্তের কোন দিকটাতে গুরুত্ব দেওয়া উচিত? বাংলায় না কাবুলে? আকবর নিজে কোন দিকে যাবেন?