অমর প্রেমকাহিনী: লাইলী মজনুর ইতিবৃত্ত

অনেক অনেক কাল আগে আরবের বনু আমির বেদুইন গোত্রের এক মহান শাসক ছিলেন, একজন সায়িদ। আরবের সবচেয়ে ধনী সুলতানদের একজন ছিলেন তিনি। সেইসাথে ছিলেন অত্যন্ত দানশীল ও প্রজাবৎসল।

কিন্তু তার মনে একটাই দুঃখ। তার কোনো সন্তান যে নেই! কী হবে এত ধন দৌলতের যদি বংশের প্রদীপই না থাকে? তিনি দিন-রাত খোদার দরবারে মোনাজাত করতেই থাকলেন একটি সন্তানের আশায়। তার প্রার্থনা কবুল হলো একদিন। ঘর আলো করে তার স্ত্রী জন্ম দিলেন এক পুত্রসন্তান। মুক্তোর মতো ত্বক, গালগুলো যেন গোলাপ দিয়ে রাঙানো। মনের আনন্দে শিশুর বাবা তার ধনসম্পদ বিলাতে শুরু করলেন।

Related Articles

Exit mobile version