কোন প্রজন্মের উপর কীভাবে প্রভাব ফেলছে করোনা ভাইরাস?

বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে করোনা ভাইরাস। পুরো পৃথিবীকে একই সাথে একই সময়ে উল্টে-পালটে দিচ্ছে এটি সে। ধনী-গরিব, নারী-পুরুষ, বড়-ছোট, কেউই তার কবল থেকে রক্ষা পাচ্ছে না। তাই এই কোভিড-১৯ রোগটি রয়েছে প্রত্যেকের চিন্তার কেন্দ্রবিন্দুতে। তবে চিন্তার কেন্দ্রবিন্দুতে থাকলেও আমাদের প্রতিটি প্রজন্মের চিন্তাধারা ও চিন্তার বিষয়গুলো কিন্তু এক নয়। এরই জন্য কোভিড-১৯ একেকটি প্রজন্মের ওপর প্রভাব ফেলছে একেকভাবে, তাদেরকে বদলে দিচ্ছেও ভিন্ন ভিন্ন ভাবে। তবে চলুন দেখে আসা যাক, কোন প্রজন্মের উপর কীভাবে প্রভাব ফেলছে করোনা ভাইরাস।    

বেবি বুমারস

করোনা ভাইরাসের মহামারি শুরুর পর থেকে বুমারসদের সামলাতে বেগ পেতে হচ্ছে সবচেয়ে বেশি; Image  Source: wsj.com

করোনা ভাইরাসের এই মহামারি শুরু এবং লক ডাউনের ঘোষণা আসার পর থেকে যাদেরকে ঘরে আটকে রাখতে এবং তাদের অন্যান্য আচরণ পরিবর্তন করাতে গিয়ে আমরা সকলেই কমবেশি হিমশিম খেয়েছি, তাদের মনে হয় আমরা সবাই চিনি। আপনারা ঠিকই অনুমান করেছেন, তারা হচ্ছেন আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা। অর্থাৎ, আমাদের বাবা-চাচা বা দাদা-নানারা। প্রজন্ম গবেষকরা এদের বলে থাকেন বেবি বুমার। এদের জন্ম মূলত ১৯৪৬ থেকে ১৯৬৪ সালের মাঝে, ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে।

বেবি বুমারদের বয়স বর্তমানে ৫৬ থেকে ৭৪ বছর। তারা ইতোমধ্যেই তাদের জীবনে অনেক কিছু দেখে এসেছেন, বহু প্রতিকূলতা পাড়ি দিয়ে এসেছেন। তারা যুদ্ধ পরবর্তীকালীন দুর্ভিক্ষ দেখেছেন, বিভিন্ন রোগের মহামারি দেখাও তাদের জন্য এবার প্রথম নয়। কিন্তু যেভাবেই হোক এসব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে আজ জীবনের এই পর্যায়টিতে পৌঁছেছেন। তাই তাদের অনেকেই মনে করছেন, এই বিপদটিও তাদের না ছুঁয়ে পাশ কাটিয়ে চলে যাবে। এজন্য কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে বেশিরভাগই নারাজ।

তার ওপর জীবনের এতটা পথ তাদের নিজেদের জোরে কাটিয়ে দেবার পর, অনেকেই তাদের দৈনন্দিন জীবনে অন্যদের বাড়তি হস্তক্ষেপ পছন্দ করেন না, আর সেই অন্য ব্যক্তিটি তার পরিবারের খুব কাছের সদস্যই বা হোক না কেন। তাদের মনোভাব বেশিরভাগ ক্ষেত্রেই অনেকটা এমন থাকে যে, “পৃথিবী কি তুমি আমার থেকে বেশি দেখেছ না আমি তোমার থেকে বেশি দেখেছি!”

তবে অন্যদিকে আবার পরিসংখ্যানের তথ্যমতে, করোনা ভাইরাসের খবর রাখার ক্ষেত্রে এবং এ নিয়ে দুশ্চিন্তা করার ক্ষেত্রে বেবি বুমাররাই অন্য প্রজন্মের থেকে এগিয়ে রয়েছেন। যেমন, ৮৫% বেবি বুমার নিয়মিত করোনা ভাইরাসের খবর রাখেন, যেখানে প্রজন্ম-এক্স রাখেন ৭৬%, মিলেনিয়াল এবং প্রজন্ম-জেড রাখেন ৬১%। আবার, দুশ্চিন্তার দিক থেকেও দেখা যায়, তারাই এগিয়ে রয়েছেন। যেমন, করোনা ভাইরাস নিয়ে বেবি বুমারদের দুশ্চিন্তার হার হচ্ছে ৬৩%, যেখানে, প্রজন্ম-এক্সদের ৫৪%, মিলেনিয়ালদের ৫০% এবং প্রজন্ম-জেডদের ৪৪%।

তাহলে, এত খবর রাখা এবং দুশ্চিন্তার পরেও ঘরে থাকার ক্ষেত্রে এবং অন্যান্য নিয়ম মানার ক্ষেত্রগুলোতে কেন তাদের এতটা অনীহা? কারণটা আসলে খুবই সাধারণ। প্রথমত, এদের অনেকেই এখন অবসরে চলে যাবার কারণে এ মুহূর্তে খবর দেখা এবং দুশ্চিন্তা করা ছাড়া আর বেশি কিছু আসলে তাদের করার নেই। আর দ্বিতীয় কারণটা হচ্ছে তাদের আলট্রুইজম এবং বয়োজ্যেষ্ঠতা। পরিবারের বড় হওয়ায় এবং এখনও তাদের অনেকের শরীরে কিছুটা শক্তি থাকায়, পরিবারের অনুজ সদস্যদের আদেশ মেনে চলা তাদের জন্য কিছুটা কঠিন।

তার ওপর এই বয়সটাতে এসে এই মানুষগুলো তাদের নিজেদের নিয়ে অনেকটা কমই ভাবেন। তাদের ভাবনার বড় অংশ জুড়ে থাকে তাদের পরিবার এবং তাদের আশেপাশের মানুষগুলো। তাই করোনায় আক্রান্ত হবার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা সত্ত্বেও যতক্ষণ না তাদের বোঝানো যাচ্ছে, এই ভাইরাসটিতে তাদের কারণে পরিবারের অনুজরাও আক্রান্ত হতে পারে, তাদের ঘরে আটকে রাখা এবং অন্য বদলগুলো আনা সম্ভব নয়!   

মধ্যবয়সী বা প্রজন্ম-এক্স

ঘরে-বাইরে সবদিক সমানভাবে সামলাতে গিয়ে চাপে আছেন প্রজন্ম-এক্সের সদস্যেরা; Image Source: America Magazine

এবার চলুন কথা বলা যাক যারা এই মুহূর্তে অনেকটা স্যান্ডউইচের মাঝের পেটির মতো অবস্থায় আছেন, প্রজন্ম এক্সকে নিয়ে। তাদের জন্ম ১৯৬০ থেকে ১৯৭৯ সালের মাঝে। সুতরাং, তাদের বয়স বর্তমানে ৪০ থেকে ৬০ এর ঘরে। এই মানুষগুলো বর্তমানে বিভিন্ন ব্যবসা এবং ইন্ডাস্ট্রিগুলোর মালিক হিসেবে রয়েছেন। তাদের অধিকাংশের ঘরেই আবার একদিকে বয়স্ক বাবা-মা, অপরদিকে স্কুল কলেজে পড়ুয়া সন্তান রয়েছে। তাই একই হাতে তাদের ঘর এবং বাইরে দুটোই সামলাতে হচ্ছে

আবার ঘরেও যে তাদের একদিক সামলালে হচ্ছে, তা নয়। যাদের একইসাথে বুমার বাবা-মা এবং স্কুল পড়ুয়া সন্তান রয়েছে, তাদের কিন্তু একইসাথে দুজনের সমান খেয়াল রাখতে হচ্ছে। যেহেতু বুমাররা এ রোগে আক্রান্ত হবার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন, তার ওপর অনেকেই কথা শুনতে চান না, তাই এ সময়ে তাদের খেয়াল রাখাটা বেশ চাপের ব্যপার। আর এর সাথে যদি স্কুল পড়ুয়া সন্তান থাকে, তবে তো কথাই নেই। একদিকে তাদের মহামারিটির ভয়াবহতা বোঝানো বেশ কঠিন ব্যাপার, তার ওপর তারা যেন বেশি আতঙ্কিত হয়ে না যায়, সেদিকেও লক্ষ রাখতে হয়। তাই ঘরেও প্রজন্ম-এক্সদের বেশ উভয় সঙ্কটের মাঝে কাটাতে হচ্ছে।

এতক্ষণ তো হচ্ছিল শুধু ঘরের কথা। এবার বাইরের ব্যাপারটাও একটু চিন্তা করা যাক। এই মুহূর্তে ব্যবসা-বাণিজ্য এবং চাকরির ক্ষেত্রে এই প্রজন্মের মানুষগুলো কিন্তু নেতৃত্বস্থানীয় জায়গাগুলোতে রয়েছে। তাই এই সঙ্কটময় সময়টিতে সবাই তাদের দিকেই পরবর্তী নির্দেশনাগুলোর জন্য তাকিয়ে রয়েছে। অর্থনীতিবিদদের মতে, বাজারে ধ্বস নামার রয়েছে সমূহ সম্ভাবনা, বিভিন্ন কল-কারখানা লম্বা সময়ের জন্য বন্ধ রয়েছে এবং সামনে থাকারও সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে তারা এই জিনিসগুলো কীভাবে সামাল দেবেন, তার নেতৃত্ব কিন্তু তাদের হাতেই রয়েছে। তাই এসময় তাদের বেশি চাপে থাকাটাই স্বাভাবিক।

তবে আশার ব্যাপার হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন এই প্রজন্মের মানুষগুলো তাদের ক্যারিয়ারের শুরুতে প্রথমে ৯/১১ এর সময়ের অর্থনৈতিক ধ্বসটি এবং পরবর্তী সময়ে ২০০৮ সালের স্টক মার্কেট ক্র্যাশের কারণে অর্থনৈতিক মন্দাটিও দেখে এসেছেন। একারণে প্রজন্ম-এক্সের মানুষেরা তাদের পরবর্তী মিলেনিয়াল এবং প্রজন্ম-জেডদের তুলনায় এসব ব্যাপারে বেশ অভিজ্ঞতা সম্পন্নই বলা চলে। তবে, বর্তমান করোনা পরিস্থিতি তাদের দেখা পূর্ববর্তী সংকটগুলোর সাথে কতটা সদৃশ হবে, এবং পূর্বলব্ধ জ্ঞান তারা কতটা কাজে লাগাতে পারেন, এটাই এখন দেখার বিষয়।

মিলেনিয়ালস  

ইতিবাচক আচরণগত পরিবর্তনগুলোর ক্ষেত্রে এগিয়ে আছেন মিলেনিয়ালরা; Source: brightmove.com

১৯৮১ থেকে ১৯৯৬ সালের মাঝে জন্মগ্রহণকারীদের বলা হয়ে থাকে মিলেনিয়ালস। মিলেনিয়ালদের বয়স বর্তমানে ২৪ থেকে ৩৯ এর মাঝে। অর্থাৎ, তাদের অনেকেই এখন তাদের ক্যারিয়ার শুরু করে দিয়ে একটি সুপ্রতিষ্ঠ অবস্থায় রয়েছেন, আবার অনেকে তাদের শিক্ষা জীবনের শেষের দিকে বা ক্যারিয়ারের শুরুর দিকে রয়েছেন। অনেক মিলেনিয়ালরা আবার তাদের পারিবারিক দিক দিয়েও সুপ্রতিষ্ঠিত এবং কারো কারো হয়তো ছোট সন্তানও রয়েছে, আবার অনেকে হয়তো মাত্র তাদের পরিবার শুরু করার কথা ভাবছেন। মিলেনিয়ালরা বর্তমানে একটি পরিণত বয়সে চলে এসেছেন এবং এই সঙ্কটময় পরিস্থিতিতে তারা আসলেই তাদের এই পরিপক্বতার ছাপ রেখে চলেছেন

গবেষকেরা বলছেন, কেউ যদি এই করোনা ভাইরাসকে নির্মূল করতে পারে, তারা মিলেনিয়ালরাই হবে। ইতিবাচক আচরণগত পরিবর্তন, সামাজিক দূরত্ব বজায় রাখা, ঘরে থেকে কাজ করা, সব দিক থেকেই অন্য প্রজন্মের তুলনায় মিলেনিয়ালসরা এগিয়ে আছেন। পরিসংখ্যান বলছে, সামজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে ৯০% মিলেনিয়াল সঠিকভাবে এটি মেনে চলছেন। এরপর আছেন প্রজন্ম-এক্স, তাদের ৮৫% সঠিকভাবে সামাজিক দূরত্ব বজায় রাখছেন, এরপর বেবি-বুমারদের ৭৯% এবং প্রজন্ম-জেডদের ৭৪% সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারটি মেনে চলছেন।

এছাড়াও ঘরে থেকে কাজ করা, গণপরিবহণ ব্যাবহার না করা, বিভিন্ন সমাজসেবামূলক পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রগুলোতেও মিলেনিয়ালরাই এগিয়ে রয়েছেন। পরিসংখ্যানের তথ্য অনুসারে ৪৮% মিলেনিয়াল ঘর থেকে কাজ করছেন। এরপর আছে প্রজন্ম-এক্স, তাদের ৪৫% ঘর থেকে কাজ করছেন, জেনারেশন জেডদের ক্ষেত্রে ৪১% ঘর থেকে কাজ করছেন এবং স্বাভাবিক ভাবেই বেবি-বুমাররা আছেন এক্ষেত্রে একদম নিচে, তাদের ২৭% ঘর থেকে কাজ করছেন।

করোনা পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে মিলেনিয়ালরা বেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বিভিন্ন ক্ষেত্র যেমন, সমাজসেবামূলক কাজগুলো, অন্যদের সচেতন করা, নতুন ধরনের সময়োপযোগী পদক্ষেপগুলো নেবার ক্ষেত্রেও এই প্রজন্মের মানুষদেরই নেতৃত্ব দেখা যাচ্ছে।

৪। প্রজন্ম-জেড

কিছুটা দিশেহারা হলেও দুশ্চিন্তার হারটা এই প্রজন্মেরই এখনো কম রয়েছে; Source: itagroup.com

বর্তমান এই সময়টিতে যেই প্রজন্মটি সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, তারা সম্ভবত প্রজন্ম-জেড। প্রজন্ম-জেডদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মাঝে। সুতরাং, জেনারেশন জেডদের মাঝে যারা সবচেয়ে বড় তাদের বয়স এখন ২৩ এবং যারা সবচেয়ে ছোট, তাদের বয়স হচ্ছে ৮ বছর। এদের প্রত্যেকেই এখন স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রেও যে প্রজন্মটির সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে, তারাও সম্ভবত এই প্রজন্মেরই মানুষ।

ব্যাপারটি একটু চিন্তা করলেই বোঝা যায়। এ প্রজন্মের বড় একটি অংশ এখনো কিশোর-কিশোরী বা তার থেকেও ছোট। প্রতিদিন এদের বড় একটি সময় এতদিন কাটতো শিক্ষাপ্রতিষ্ঠানে এবং বন্ধুবান্ধবের সাথে। তাই হঠাৎ করে তাদের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা তাদের জন্য একটি বেশ চাপেরই ব্যাপার। এছাড়াও এদের অনেকে যেহেতু এখনো বয়সে ছোট, তাই এই পরিস্থিতিটির ভারিত্ব বোঝাও তাদের পক্ষে এখনো সম্ভব হচ্ছে না।

কিছু বিশেষজ্ঞের মতে, এই করোনা ভাইরাসের সঙ্কটটি প্রজন্ম-জেডের জন্য অনেকটা ৯/১১ পরবর্তী সময়ের মতো ভূমিকা পালন করবে। এই ঘটনাটি তাদের মনে এবং জীবনে দীর্ঘদিনের জন্য একটি ছাপ রেখে যাবে যেমনটি ৯/১১ প্রজন্ম-এক্স এবং মিলেনিয়ালদের ক্ষেত্রে রেখেছিল।

প্রজন্ম-জেডের মাঝে যারা বয়সে ছোট, তাদের বেশিরভাগের কাছেই এই সঙ্কটটি তাদের স্কুল বন্ধ হওয়া, বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস পরিবর্তন হওয়ার মাঝেই সীমাবদ্ধ রয়েছে, যদি না তাদের কাছের কেউ আক্রান্ত হয়ে থাকেন। এদের অনেকেই নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যাবহার করে থাকলেও আসল খবরগুলো তারা খুব কমই রাখে। অবশ্য এদের মাঝে যারা বয়সে বড় রয়েছে, তাদের মাঝে বেশ কিছুটা সচেতনতা এবং আচরণে মিলেনিয়ালদের কিছুটা প্রভাব লক্ষ করা যাচ্ছে। তবে যেহেতু এখনো এদের অধিকাংশের ঘাড়েই দায়িত্বের বোঝাটা এসে পড়েনি, তাই দুশ্চিন্তার হারটা এই প্রজন্মেরই এখনো সবচেয়ে কম রয়েছে।

বদলে যাবে সবাই!

তবে যে প্রজন্মের সদস্যই হোক না কেন, বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের এই মহাসঙ্কট বদলে দেবে সবাইকেই। কারণ, এমন দুর্যোগ খুব কমই দেখা গেছে, যখন হাসপাতালে হাসপাতালে দেখা যাচ্ছে বেডের সঙ্কট, পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও পিপিই পাওয়া যাচ্ছে না, ভেন্টিলেটর পাওয়া যাচ্ছে না। পুরো পৃথিবীই যেন একসাথে থমকে গেছে। তবে মনে করা হচ্ছে, এর দীর্ঘমেয়াদী প্রভাবটা পড়বে মূলত মিলেনিয়ালস এবং প্রজন্ম-জেডদের উপরই। তাদের বর্তমান জীবনযাত্রা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি সবকিছুর ওপরই এই সময়টির একটি গভীর ছাপ থেকে যাবে।

এখন এই পরিবর্তনটি কেমন করে তাদের মাঝে আসে, এটি দেখাই সময়ের ব্যপার। তবে আমরা সকলেই আশা করবো, এই করোনা ভাইরাস যেমনভাবে পুরো বিশ্বকে একসাথে আক্রমণ করেছে, তেমনি যেন পুরো বিশ্বকে একসাথে ভালোর জন্য বদলে দেয়। মানুষ যেন তাদের সীমা বুঝতে পারে। সবকিছু ভুলে গিয়ে শুধু নিজের জন্য বাঁচতে গেলে প্রকৃতিও যে ছাড় দেয় না, এটি বুঝতে পেরে তারা যেন পৃথিবীর প্রতিটি প্রাণের কথা মাথায় রেখে নতুন আঙ্গিকে নিজেদের জীবনকে গড়ে তোলে।

Related Articles

Exit mobile version