ব্যায়ামাগারে চিল্লানোসরাস: কিন্তু সমস্যার উৎস কি প্রফেসর হুঁশিয়ারেরা?
আপনার জিমে যাওয়ার অভ্যাস থাকলে এদের দেখার সৌভাগ্য আপনার নিশ্চয়ই হয়েছে। আপনি নিজে একমনে ব্যায়াম করছেন, হঠাৎ আপনার মনোযোগ ভেঙে গেল প্রচণ্ড চিৎকার শুনে; তাকিয়ে দেখলেন না ভয় নেই, কেউ হতাহত হয়নি, আপনার পাশের বিশালদেহী ব্যায়ামবীর প্রচণ্ড ভারী কিছু তুলতে গিয়ে সমানে চিল্লাচ্ছেন।