এক নারীকে দ্বিতীয় জীবন দিয়েছিল যে ঐতিহাসিক ফেস ট্রান্সপ্ল্যান্ট
অভিজ্ঞ এক ট্রমা সার্জনের মুখে প্রথমবার শুনি এই শব্দটি। ভদ্রলোক কেটিকে দেখে বলেই ফেলেন এমন জঘন্য ক্ষতর সম্মুখীন তিনিও কখনো হননি। কেটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার এখন একটি মাত্র উপায় আছে, সেটা হলো চেহারা বদলে ফেলা।