তোতলামি কেন হয়? এর সমাধান কী?
তোতলামি বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে হয়ে থাকে। এর পিছনে শারীরিক, মানসিক, পরিবেশগত বিভিন্ন কারণ কাজ করে। অনেক সময় পরিবার থেকেও এই তোতলামি পরবর্তি বংশধরদের মধ্যে ছড়িয়ে যায়। সাধারণত মেয়েদের তুলনায় ছেলেদের তোতলামির মাত্রাটা অনেক বেশি হয়।