লেন্স বাছাইয়ের সময় নতুনরা সবচাইতে বেশি সমস্যার সম্মুখীন হয়। কিট, প্রাইম, জুম, টেলিফটো, ওয়াইড-এঙ্গেলের ভিড়ে তারা হাবুডুবু খেতে থাকে। কোন লেন্সটি ব্যবহার করা উচিত, কেন ব্যবহার করা উচিত, নিজের আগ্রহের ফটোগ্রাফির সেক্টরগুলোতে কোন লেন্সটি উত্তম হবে, এমন নানা চিন্তা তাদের মাথায় এসে ভড় করে। এক সময় হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে হুট করে ভুল লেন্সটি বাছাই করে বসে। এমন পরিস্থিতিতে যাতে পরতে না হয়, সে জন্যই এই লেখা।