Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ট্রোজান হর্স: ট্রয় নগরী পতনের নেপথ্যে যে কাঠের পুতুল

জ্যোতিষ ক্যালচাস ভবিষ্যদ্বাণী করেছিলেন, গ্রিস ও ট্রয়ের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটবে দশ বছর টানা যুদ্ধের পর। কিন্তু যুদ্ধ থামার কোনো নাম-গন্ধ নেই। দেবতাদের ইশারায় সে যুদ্ধে একদিন ট্রয় এগিয়ে থাকলে, পরের দিন এগিয়ে থাকে গ্রিস। যেন চলছে আলো-আঁধারির মধ্যকার লুকোচুরি খেলা। না গ্রিকরা তখন বিজয়মাল্য পরতে পেরেছে, না ট্রয়ীরা নিজ দেশ থেকে সরাতে পেরেছে বহিরাগতদের। যুদ্ধ যেন এক অবস্থায় গিয়ে পৌঁছেছে, যেখানে যুদ্ধের গতিপথ কারো পক্ষে স্থায়ীভাবে অটল হবে না কখনো। রক্ত-রাঙা বিজয় সূর্য কার আকাশে উদিত হবে, সেটা দেবতারা ছাড়া কেউ জানে না।

article

প্যারিসের সৌন্দর্য বিচার: গ্রিস ও ট্রয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ সূচনার শুরু যেখানে

গ্রিস ও ট্রয়ের যুদ্ধ বাঁধানোর পেছনে মূল কারিগর ছিল প্রায়ামের পুত্র প্যারিস, যার হতবুদ্ধিতা এবং ভয়াবহ লোভ ডেকে এনেছিল ট্রয় নগরীর অনিবার্য ধ্বংস, অশান্তির ছায়া দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল পুরো ট্রয়ে।

article

বানশি: আইরিশ ক্রন্দসী ‘নিমপাখি’র গল্প

স্থান পরিবর্তনের সাথে সাথে কুসংস্কার বা লোককাহিনীর কিছুটা পরিবর্তন ঘটে বটে, কিন্তু এই চর্চা বা বিশ্বাসসমূহের মধ্যে অনেকসময় আশ্চর্যরকম মিল দেখা যায়, সে যতটাই দূরত্বের ব্যাপার হোক না কেন। সেজন্য নিমপাখিকে কেউ কেউ চেনে যমকোকিল বলে, আবার কারও কারও কাছে একই ভয় ধরা দেয় বানশি হয়ে।

article

অশ্বত্থামা হতঃ ইতি কুঞ্জর

মহাভারতের প্রধাণতম চরিত্রগুলোর একটি অশ্বত্থামা। আটজন চিরঞ্জীবীর একজনও বটে। তার মিথ্যা মৃত্যুসংবাদ রটিয়ে বধ করা হয়েছিল তার পিতা দ্রোণাচার্যকে। সেটি হচ্ছে – অশ্বত্থামা হতঃ ইতি কুঞ্জর।

article

চুপাকাবরা: রহস্যময় রক্তচোষা

গায়ের রোম খাঁড়া করার কল্পদানব হিসেবে চুপাকাবরা বাকি সব সমীহযোগ্য দানো’র তুলনায় নেহায়েতই ছোকরা। এর ‘জন্ম’ ১৯৯৫ সালে। তার আগে চুপাকাবরা বিষয়ে কোনো জ্ঞান পৃথিবীবাসীর মধ্যে বিন্দুমাত্রও ছিল না।

article

সূর্য উপাসনা: বিভিন্ন সংস্কৃতিতে এক বিশেষ দৃষ্টিভঙ্গি

চিরন্তন, সার্বভৌম আর জীবনদায়ী সূর্যের সাথে সম্পর্কিত দাবিকারী মানুষেরা আবির্ভূত হয়েছে সমাজের নিয়ন্ত্রক ও ত্রাতা হিসাবে। অর্থাৎ মানুষের প্রতিষ্ঠিত রাষ্ট্র যদি দীর্ঘ বিবর্তনের ফসল হয়; সেখানে গোড়া থেকে লম্বা পথ হাতে ধরে এগিয়ে দিয়েছে ধর্মচিন্তা। বিভিন্ন সংস্কৃতিতে গড়ে উঠা সূর্যপুরাণ তাকেই প্রমাণিত করে।

article

End of Articles

No More Articles to Load