পুরাণ সবিশেষ ৮: ত্রিমূর্তির গল্প
পৌরাণিক যুগে মানুষ যখন দেব থেকে ভগবানে আস্থা স্থাপনে বেশি আগ্রহী হয়, তখন মানুষের সামাজিক, ধার্মিক ও আধ্যাত্মিক জীবনে তিনজন বিধাতা প্রাধান্য বিস্তার করে। তারা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও শিব। এদের একত্রে ত্রিমূর্তি বা ত্রিদেব বলা হয়। এ পর্বে তাদের গল্প বলা হয়েছে।