Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

উইলবার স্মিথ: আফ্রিকা, মিশর, নীলনদ ও রহস্য-রোমাঞ্চকর এক গল্পকার

উইলবার স্মিথ ৮৮ বছর বয়সে মারা গেছেন নিজ বাসায়। টাইটা ধীরে ধীরে চোখের পানি মুছে নেয়। এক হাতে পানির ঝাপটা দেয় মুখে। মেলে ধরে পাশে পড়ে থাকা পাকানো স্ক্রলটা। এই স্ক্রলে সে লিখবে মানুষটার গল্প। উইলবার স্মিথের গল্প।

article

অর্থনীতিতেও অবদান রাখতে পারে যেসব পোকামাকড়

পোকামাকড়ের নাম শুনলে অনেকের মনে এর ক্ষতির দিকটাই হয়ত আগে চলে আসে কিংবা কখনও কখনও পোকাদের প্রতি অনেকের ভয়ও কাজ করে। কিন্তু পৃথিবীর অনেক দেশেই কিন্তু খাদ্য হিসেবে পোকা শ্রেনীর প্রাণীদের বেশ কদর রয়েছে। আর বিয়ার গ্রিলসের মতো বললে তো প্রচুর প্রোটিনের উৎস এই পোকামাকড়। খাবারের বাইরেও এসব প্রাণীদের কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানুষের জীবনে। কৃষি ক্ষেত্রে অনেক পোকা ফসলের ক্ষতি করলেও প্রেয়িং মেন্টিড কিংবা লেডি বার্ড বিটেলের মতো প্রিডেটর শ্রেণীর পোকারা কিন্তু ফসলের জন্যে বেশ উপকারী। পবিত্র কোরআন এও বেশ কয়েকবার পোকামাকড়ের মাঝে যে মানুষের জন্য বরকত অন্তর্নিহিত রয়েছে তার উল্লেখ রয়েছে।

article

বাংলাদেশে কৃষি সম্প্রসারণ কেন প্রয়োজন?

সভ্যতার শুরু থেকে আজকের আধুনিক যুগ পর্যন্ত মানুষ চলে এসেছে অনেক দূর। এক মহাদেশ থেকে অন্য মহাদেশ অতিক্রম করা তো দূর অতিত এখন মানুষ পা রাখছে চাঁদের বুকে স্বপ্ন দেখছে মঙ্গল বিজয়ের। কিন্তু এই সুদীর্ঘ সময়েও কৃষক এবং কৃষির গুরুত্ব কখনওই কমেনি বরং দিন দিন বেড়েছে। মানুষ দিন দিন আবিষ্কার করছে নতুন নতুন প্রযুক্তি যা কৃষির উন্নতিতে সর্বোপরি মানব জাতির কল্যাণে ব্যবহার করাই আজকের কৃষতে এতো জয়জয়কার বয়ে এনেছে। কিন্তু বিজ্ঞানের এই কল্যাণকর অবদান কৃষকের কাছে পৌঁচে তো দিতে হবে। এই কাজটিই করে থাকে বাংলাদেশে কৃষি মন্ত্রণালয় এর অধিনে কাজ করা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।     

article

সুয়েজ খালে এভার গিভেনের ছয় দিন || শেষ পর্ব

খাল কর্তৃপক্ষ মিসরীয় আদালত থেকে এভার গিভেনকে গ্রেফতার বা জব্দ করার অনুমতি পায়। এজেন্সিটি জানায় তারা জাহাজের মালিকপক্ষ শোয়েই কিসেন কাইশার কাছ থেকে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চাচ্ছে। মালিকপক্ষ অবশ্য এই প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে চায়নি।

article

ম্যামথ: হারিয়ে যাওয়া এক অতিকায় প্রাণীর গল্প

বরফ যুগের এই প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে চার হাজার বছর আগে। মনে করা হয়, এরা আরো পঞ্চাশ লক্ষ বছর আগে থেকেই ছিল পৃথিবীতে। আদিম মানুষদের আঁকা গুহাচিত্রেও দেখা গেছে এই ম্যামথদের। কিন্তু কেন সদলবলে হারিয়ে গেল এরা? অত্যধিক শিকার? জলবায়ুর পরিবর্তন? নাকি, অন্যকিছু?

video

সুয়েজ খালে এভার গিভেনের ছয় দিন || পর্ব ৫

এভার গিভেন যখন এর নিজের ইঞ্জিন দিয়ে চলা শুরু করল, টাগ ক্রুরা উচ্ছ্বাসিত ধ্বনিতে তাদের হর্ন বাজাতে থাকল। ব্রিজে থাকা ভারতীয় অফিসাররা উল্লাসে চিৎকার করছিলেন এবং এসএমআইটি উদ্ধারকর্মীদের জড়িয়ে ধরছিলেন। রাবি প্রেসিডেন্ট সিসিকে ফোন করে শুভ সংবাদটি দেন। এল সাইদ তখন বলেন, “আলহামদুলিল্লাহ”।

article

সুয়েজ খালে এভার গিভেনের ছয় দিন || পর্ব ৪

খাল যদি ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকে, সেক্ষেত্রে বন্দরগুলোর কী হবে? তিন দিন? দুই সপ্তাহ? বিলম্বিত সময় যত দীর্ঘ হবে, অপেক্ষমান জাহাজ ও কার্গোর সংখ্যাও বাড়তে থাকবে যদি না তারা কয়েক হাজার নটিকেল মাইল পথ ঘুরে আসে।

article

সুয়েজ খালে এভার গিভেনের ছয় দিন || পর্ব ৩

শুরুতে ঘটনাস্থলে দেখা যায় একটা হলুদ খননকারী যন্ত্র, যা নিকটবর্তী অঞ্চলে কাজ করা এক কন্ট্রাক্টরের কাছ থেকে পাঠানো হয়েছিল। এর চালক অস্বস্তির সাথে জাহাজের দিকে এগিয়ে যান এবং যন্ত্রটির ধারণক্ষমতা অনুযায়ী জাহাজের সামনের অংশের চারপাশের শক্ত মাটি টেনে আনতে থাকেন। পরবর্তীতে ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি ওই সময় খুব ভীত ছিলেন। তার সামনে থাকা বিশাল ধাতব দানবটির পতন হয়ে তাকে চেপ্টা করে দিতে পারত।

article

সুয়েজ খালে এভার গিভেনের ছয় দিন || পর্ব ২

আপনার ১০ ফুট সামনে থাকা প্রতিটি বস্তুর কথা চিন্তা করুন। ভালো সম্ভাবনা আছে- সেসবের কোনো কোনোটা সুয়েজ খাল দিয়ে আনা হয়েছে। এই খালটি প্রাচ্যের সাথে পাশ্চাত্যের সংযোগ হিসাবে কাজ করছে।

article

সুয়েজ খালে এভার গিভেনের ছয় দিন || পর্ব ১

এটা খুব সরু, প্রস্থ মাত্র ২০০ মিটার (৬৫৬ ফুট)। আর গভীরতা মাত্র ২৪ মিটার। আধুনিক জাহাজগুলো সে তুলনায় অনেক বিশাল এবং আরো বিশালতর হচ্ছে।

article

প্রাণজুড়ানো প্রান্তিক লেক

নানা প্রজাতির সবুজ গাছগাছালি, ইটের সড়ক, শুনশান নীরবতা, হরেক রকম পাখির কলকাকলি, কোলাহলমুক্ত, এবং প্রায় পর্যটকশূন্য প্রান্তিক লেক আমাদের অভ্যর্থনা জানালো। প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে এটি একটি আদর্শ জায়গা।

article

End of Articles

No More Articles to Load