উইলবার স্মিথ: আফ্রিকা, মিশর, নীলনদ ও রহস্য-রোমাঞ্চকর এক গল্পকার
উইলবার স্মিথ ৮৮ বছর বয়সে মারা গেছেন নিজ বাসায়। টাইটা ধীরে ধীরে চোখের পানি মুছে নেয়। এক হাতে পানির ঝাপটা দেয় মুখে। মেলে ধরে পাশে পড়ে থাকা পাকানো স্ক্রলটা। এই স্ক্রলে সে লিখবে মানুষটার গল্প। উইলবার স্মিথের গল্প।