একটি আনন্দপূর্ণ ও উত্তেজনাকর ক্রিকেট ম্যাচের বিষাদময় পেছনের গল্প
ম্যাচটার আকর্ষণ, নখ কামড়ানো উত্তেজনা, ক্রিকেটারদের নিজেদের নিংড়ে দেয়া… কিছুই যেন গল্প করার মতো নেই। গল্প একটিই — ম্যাচটা ছিল ফিক্সড। ম্যাচটার সমস্ত রোমাঞ্চ যেন গিলে নিয়েছে পঞ্চাশ হাজার রেন্ড ও একটি লেদার জ্যাকেট।