আলেকজান্ডার ক্যাসেল: রবীন্দ্রনাথ যেখানে ‘সত্যি’ এসেছিলেন
মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য ১৮৭৯ সালে আলেকজান্ডার ক্যাসেল নির্মান সম্পন্ন করেন। ভবনটি নির্মানের ক্ষেত্রে যে কোনো ধরনের কার্পণ্য করেন নি মহারাজ সেটা নির্মান খরচ থেকেই আন্দাজ করা যায়। সে সময় আনুমানিক ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছিলো এই রাজকীয় ভবনটি। লোকমুখে শোনা যায় সুদূর চীন দেশ থেকে কারিগর এনে এই ভবন তৈরি করেছিলেন মহারাজ সূর্যকান্ত আচার্য।