অ! (২০১৮): সাইকোলজিক্যাল থ্রিলার জনরায় একটি ভালো প্রয়াস
‘অ!’-তে আমরা চিত্র-বিচিত্র কিছু চরিত্র এবং তাদের কার্যকলাপ দেখতে পাই। এই চরিত্রসমূহের একটির সাথে আরেকটির কোন যোগসাজশ নেই তথাপি এরা পরস্পরের সাথে একটি ঠুনকো, দূর্বল তন্তু দ্বারা সংযুক্ত। এই চরিত্ররা কারা এবং তারা কিভাবে একে অপরের সাথে সংযুক্ত, তার বর্ণনায় এই সিনেমার গল্প এগিয়ে গিয়েছে। এখানে আপাতদৃষ্টিতে সম্পর্কহীন মোট ছয়টি গল্পের সমাবেশ ঘটেছে।