বরফকল: এক বীরাঙ্গনা ও তার পরবর্তী প্রজন্মের পালিয়ে বেড়ানোর গল্প
এখনো বাংলাদেশ একাত্তরের সেই হানাদার মানসিকতা নিয়ে ঘুরছে। সেই একাত্তরে যেমন পাক-সেনাদের দ্বারা অত্যাচারিত নারী জায়গায় জায়গায় উপেক্ষা এবং পীড়নের শিকার হত, ঠিক তেমনি এখনো এদেশে ধর্ষিতাদের মুখ গুঁজে থাকতে হয় সমাজ থেকে।