আজ্জি: লিটল রেড রাইডিং হুডের ডার্ক ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন
পশ্চিমা বিশ্বে এক জনপ্রিয় রূপকথার গল্প ‘লিটল রেড রাইডিং হুড’। যেটি ছিল আবার প্রখ্যাত ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের প্রিয় গল্প। আজকে যে সিনেমা নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি এই রূপকথার গল্পেরই আধুনিক, ডিস্টোপিয়ান সংস্করণ।