বদলে যাওয়া তাসকিনের নেপথ্যে…
‘গতিতারকা’, ‘এক্সপ্রেস’ কিংবা ‘উদীয়মান প্রতিভা’ তকমা তার আগেই বহুজন পেয়েছেন। তাই, মাঝপথে যখন খেই হারালেন আচমকাই, ছিটকে গেলেন কক্ষপথের বাইরে, হাহুতাশ-আক্ষেপের গুঞ্জনধ্বনি শোনা গেলেও অবাক করা অনুভূতিটা ঠিক হয়নি। তাসকিন আহমেদের আগেই তো এই হারিয়ে যাওয়ার পথটা মাড়িয়ে গেছেন শত-সহস্রজন। তবে এই চেনা গল্পের বাইরে গিয়ে তাসকিন লিখলেন নতুন এক প্রত্যাবর্তনের গল্প। কীভাবে? জানানো হচ্ছে এই লেখায়।