জিরু বনাম বেনজেমা: বিশ্বকাপ দলে কে ছিলেন বেশি যোগ্য?
যদি ক্লাবের খেলায় জিরু আর বেনজেমার পারফরম্যান্স পর্যালোচনা করা হয়, তবে জিরুকে অগ্রাধিকার দিতে দ্বিতীয়বার ভাবতেই হবে। কিন্তু ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশম কেন জিরুকেই তার দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে রাখছেন?