স্টিভ ওয়াহ: ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়কদের একজন
স্টিভ ওয়াহর ওয়ানডে ক্যারিয়ারকে ২ ভাগে ভাগ করা যেতে পারে। ১৯৯২ এর ডিসেম্বর পর্যন্ত এবং তার পর থেকে অবসর গ্রহন পর্যন্ত। প্রথম পর্বে ওয়াহ ১৩৪ ম্যাচ খেলে ৩০.৪৮ গড়ে রান করেন ২৬২২। আর পরের ১৯১ ম্যাচে ৩৪.৩৫ গড়ে করেন ৪৯৪৭ রান। পুরো ক্যারিয়ারে খেলা ৩২৫ ওডিআই একসাথে করলে গড়টা ৩২.৯০।