চিকিৎসাবিজ্ঞানের অতীত থেকে (পর্ব-৪): উইলহেলম রন্টজেন এবং এক্স-রে’র গল্প
এক্স-রে কখনো করেননি এমন মানুষ আজকের দিনে খুঁজে পাওয়া দুর্লভ। চিকিৎসকদের নির্দেশিত পরীক্ষা নিরীক্ষার মাঝে এক্স-রে সাধারণত সবসময়েই থাকে। রুটিন মেডিক্যাল টেস্ট হিসেবে আমাদের দেশে এক্স-রে’র চল আছে। এই রশ্মি যেমন মানবজাতির প্রচুর উপকারে লেগেছে, তেমনি এর অপকারিতাও কিন্তু কম নয়। কিন্তু কেমন করে আবিষ্কার হল এক্স-রে? কিভাবেই বা তার প্রয়োগ হতে লাগল চিকিৎসাক্ষেত্রে? আমাদের গল্প তা নিয়েই।